শিরোনাম
◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২০, ১১:৩৯ দুপুর
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২০, ১১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে তদন্তে সহযোগীতা না করলে ইউক্রেনের সামরিক সহায়তা স্থগিত দীর্ঘায়িত করতে চেয়েছিলেন ট্রাম্প

সিরাজুল ইসলাম : সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন পান্ডুলিপিতে এ তথ্য জানান। তিনি তাকে কথাগুলো বলেছিলেন গত আগস্টে। নিউইয়র্ক টাইমস এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। সিএনএন

বোল্টন বলেন, মূলত ইউক্রেনের ওপর চাপ প্রয়োগ করতেই এ সিদ্ধান্ত নেন ট্রাম্প। সিনেটে ট্রাম্পের অভিশংসন বিষয়ে ভোটাভুটিতে সাক্ষ্য দেওয়ার জন্য বোল্টনকে আহ্বান করার জন্য আবেদন করতে পারেন ডেমোক্র্যাটরা। এ জন্য চারজন রিপাবলিকানের ভোট লাগবে।

ওই পান্ডুলিপির সঙ্গে সরাসরি সম্পৃক্ত একজন বলেন, ট্রাম্প ও বোল্টনের মধ্যে ইউক্রেন নিয়ে যে কথা হয়েছে, এখানে সব কিছুই সঠিকভাবে এসেছে।

টাইমস প্রতিবেদন প্রকাশের আগেই ডোনাল্ড ট্রাম্প সিরিজ টুইট বার্তায় বলেন, তিনি কখনও বোল্টনকে বলেননি- ইউক্রেনের সামরিক সহায়তা ডেমোক্র্যাটদের বিরুদ্ধে তদন্ত সংশ্লিষ্ট। ওই ডেমোক্র্যাটদের মধ্যে যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন রয়েছেন।

পত্রিকায় এ প্রতিবেদন প্রকাশের আগে জিওপি নেতারা আত্মবিশ্বাসী ছিলেন- তারা ভোটে বিজয়ী হবেন। কিন্তু এখন তিনজন জিওপি বলছেন, সেই সম্ভাবনা কমে এসেছে। প্রত্যক্ষ ভোট সব সময়ই কঠিন হয়। বিষয়টি আরও পরিস্কার হলো।

চারজন জিওপি সিনেটর সাক্ষ্য আনার পক্ষে ভোট দিতে পারেন। তাদের মধ্যে মিট রমনি রয়েছেন। তিনি বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে উদ্বোধনী যুক্তিতর্কের পর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়