শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২০, ১২:৩১ দুপুর
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২০, ১২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে ওয়াসার গাড়িচাপায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, সড়ক অবরোধ-বিক্ষোভ

সুজন কৈরী : পুরান ঢাকার ওয়ারীর বলধা গার্ডেনের পাশে সোমবার সকালে ওয়াসার পিকআপ ভ্যানের চাপায় আবির (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এতে ওই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে সড়ক ছাড়ে বিক্ষুব্ধরা।

নিহত আবির ওয়ারী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির কমার্সের শিক্ষার্থী ছিলো। চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিলো। তার মা কয়েক মাস আগে মারা যায়। দুই ভাইয়ের মধ্যে বড় ভাই পানিতে ডুবে মারা যায়। বাবা আনিসুর রহমানের সঙ্গে আবির জয়কালী মন্দির এলাকায় থাকতো বলে জানা গেছে।

আবিরের মর্মান্তিক মৃত্যুতে বিক্ষুব্ধ ওয়ারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। সহপাঠীরা জানায়, তাদের ফেয়ারওয়েল ছিলো। অনুষ্ঠানে অংশ নিতে সকল বিভাগের এসএসসি পরীক্ষার্থীরা স্কুলে গিয়েছিলো। বেলা ১২টার দিকে স্কুলের সামনের গলিতে কয়েকজন বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছিল আবির। এ সময় ওয়াসার একটি পানিবাহি গাড়ি চাপায় ঘটনাস্থলেই মারা যায় আবির। স্থানীয় একজন বলেন, গাড়িটা খুব দ্রæত এসে আবিরের শরীরের উপর দিয়ে গেছে। যেটা খুবই মর্মান্তিক দৃশ্য। একটা আবাসিক এলাকার মধ্যে দিয়ে ওয়াসার গাড়ি এতো দ্রæত কিভাবে যায়!

স্কুল জীবনের শেষ দিন ছেলেকে স্কুলে পৌঁছে দিয়েছিলেন বাবা আনিস। তিনি কাঁদতে কাঁদতে বলেন, আমার আর কেউ নাই। ওর মা মারা গেছে ১১ মাস আগে। দুই ছেলে। আগে একটা মারা গেছে। আর আজ একটা। আমার সব শেষ হয়ে গেলো।

এ বিষয়ে পুলিশের ওয়ারি জোনের সহকারী কমিশনার মো. হান্নানুল ইসলাম বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই ওয়াসার পানির গাড়ি জব্দ ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়