শিরোনাম
◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ০৮:৫৮ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ০৮:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালকিনিতে পাওনা টাকা চাওয়ায় দুই শ্রমিককে পিটিয়ে আহত

এইচ এম মিলন, কালকিনি প্রতিনিধি : মাদারীপুরের কালকিনিতে জমির মালিকের কাছে কাজের বিনিময় পাওনা মজুরির টাকা চাওয়ায় নেয়ামত (পারভেজ) মৃধা(৩০) ও কাওসার মৃধা(২৫) নামে দুই দরিদ্র শ্রমিককে কোদাল দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। তাদের দুজনকে আহত অবস্থায় উপজলো স্বাস্থ্য-কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার সকালে হাসপাতাল সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আহত ওই দুই শ্রমিক উপজলোর র্পুব এনায়েতনগর এলাকার কালাই সরদারেরচর গ্রামের মো. শাহআলী মৃধার ছেলে।

ভুক্তভোগী পরিবার ও এলাকা সুত্রে জানাগেছে, কালাই সরদাররেচর গ্রামের রশিদ হাওলাদারের সমিতিরহাট জমিতে ট্রাক্টর দিয়ে হালচাষ করেন একই এলাকার শ্রমিক নেয়ামত ও কাওসার মৃধা। তাদের কাজের মজুরি হয় প্রায় ৪ হাজার টাকা। এ মজুরির পাওনা টাকা জমির মালিক রশিদের কাছে চাইতে যান নেয়ামত ও কাওসার। এ নিয়ে উভয় পক্ষের মাঝে তর্কবিতর্ক হয়। এক পর্যায় রশিদ হাওলাদারের নেতৃত্বে নুরু হাওলাদার ও জাকির হাওলাদারসহ বেশ কয়েকজন মিলে নেয়ামত ও কাওসারকে কোদাল দিয়ে পিটিয়ে গুরতর আহত করে।

পরে স্থানীয় লোকজন তাদের দুজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। এ হামলার ঘটনায় আহতের পরিবারের পক্ষ থেকে কালকিনি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

তবে এ বিষয় অভিযুক্ত রশিদ হাওলাদার ঘটনা অস্বীকার করনে।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি (তদন্ত) হারুন অর রশিদ বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়