শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ০৮:০৪ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ০৮:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরমাণু চুক্তি ভঙ্গ অব্যাহত, বাধা ভেঙ্গে এগিয়ে যান, দেশকে আরও শক্তিশালী করুন, নাগরিকদের প্রতি উত্তর কোরিয়ার আহ্বান

সিরাজুল ইসলাম: যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ সত্তে¡ও উত্তর কোরিয়া ফের শক্তি জানান দেওয়ার চেষ্টা করছে। রয়টার্স

দেশটির গণমাধ্যম ও পোস্টারে বলা হয়েছে, চলতি সপ্তাহের শেষ দিকে চন্দ্র নববর্ষে কনসার্ট আয়োজন করা হচ্ছে। কিম জং উনসহ মর্যাদাপূর্ণ ব্যক্তিদের বিভিন্ন অর্জনের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই এ আয়োজন। এর মাধ্যমে কূটনীতিক বার্তাও দেওয়া হচ্ছে।

জর্জ ম্যাসন ইউনির্ভাসিটি কোরিয়া’র খন্ডকালীন পন্ডিত আন্দারি আব্রাহামিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের বৈরী নীতি ও অবরোধ আরোপের জন্য এটা বার্তা হয়ে থাকবে। ভবিষ্যতে আলোচনার জন্য আরও কঠিন হবে এটা।

উত্তর কোরিয়ার প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে- ইউরোপের এমন এক পন্ডিত বলেন, পিয়ং ইয়ংয়ের কর্মকর্তারা অবরোধ থেকে মুক্তি চান। এটা তাদের জন্য খুবই জরুরি। অবরোধকে ‘নিষ্ঠুর ও অমানবিক’ উল্লেখ করে দেশটি বলেছে, পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা বন্ধ করতে তারা বাধ্য নয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি এ বছরের শুরুতে শেষ হয়ে গেছে। দেশটি কথা রাখেনি। তারা অবরোধ প্রত্যাহার করেনি।

কিম ঘোষণা করেছিলেন ২০১৮ সালের মধ্যে পরমাণু কর্মসূচি শেষ করে অর্থনৈতিক উন্নয়নে জোর দেওয়ার। বিষয়টি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বাকযুদ্ধ শুরু হয়। এক পর্যায়ে তারা পরমাণু নিরস্ত্রীকরণে চুক্তিও করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়