শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ০১:২৯ রাত
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ০১:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনের করোনাভাইরাসে ‘লাভবান’ ভারত, ২ মাসে পেট্রলের দাম সর্বনিম্ন!

রাশিদ রিয়াজ : চলতি সপ্তাহে আন্তর্জাতিক অপরিশোধিত তেলের বাজার ব্রেন্টে তেলের দাম ৬ শতাংশ হ্রাস পেয়েছে। গত শুক্রবার আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ছিল $৬০.৬৯। বর্তমানে দৈনিক ভিত্তিতে ঘরোয়া বাজারে পেট্রল-ডিজেলের দাম নির্ধারণ করে ভারতের তেল কোম্পানিগুলি।

গত দু'সপ্তাহ থেকে ঘরোয়া বাজারে পেট্রল এবং ডিজেলের দাম কমছে। রোববারও সেই ধারা অব্যাহত। এ দিন জ্বালানির দাম উল্লেখযোগ্য হ্রাস পেয়েছে। এ দিন দিল্লিতে পেট্রলের দাম প্রতি লিটারে ৩০ পয়সা হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ৭৩.৮৬ রুপি। গত দু'মাসের মধ্যে এ দিনই রাজধানীতে পেট্রলের দাম সবথেকে কম। এ দিকে, ৩৫ পয়সা কমে এ দিন দিল্লিতে ডিজেলের দাম ৬৬.৯৬ রুপি। আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সঙ্গতি রেখে বর্তমানে দৈনিক ভিত্তিতে ঘরোয়া বাজারে পেট্রল-ডিজেলের দাম নির্ধারণ করে তেল কোম্পানিগুলি।

রাজধানী দিল্লি ছাড়াও দেশের বাকি তিন মহানগরেও এ দিন পেট্রল-ডিজেলের দাম বেশ কিছুটা কমেছে। কলকাতায় প্রতি লিটার পেট্রল এবং ডিজেল বিক্রি হচ্ছে যথাক্রমে ৭৬.৪৮ এবং ৬৯.৩২ রুপি দরে। বাণিজ্য নগরী মুম্বাইতে এ দিন প্রতি লিটার পেট্রলের দাম ৭৯.৪৭। আর ডিজেল বিক্রি হচ্ছে ৭০.১৯ রুপি প্রতি লিটার দরে। আর দক্ষিণের শহর চেন্নাইতে এ দিনের প্রতি লিটার পেট্রল এবং ডিজেলের দর যথাক্রমে ৭৬.৭১ এবং ৭০.৭৩ রুপি।

করোনাভাইরাস মহামারির আকার নেওয়ায় চীনে ঘরোয়া জ্বালানি তেলের চাহিদা কমেছে। ফলশ্রুতিতে আগের থেকে তেল আমদানি কমিয়েছে বেজিং। যার প্রভাবে আন্তর্জাতিক বাজারে হুড়মুড়িয়ে কমছে তেলের দাম। চলতি সপ্তাহে আন্তর্জাতিক অপরিশোধিত তেলের বাজার ব্রেন্টে তেলের দাম ৬ শতাংশ হ্রাস পেয়েছে। গত শুক্রবার আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ছিল ৬০.৬৯ রুপি।

ঘরোয়া বাজারে মোট প্রয়োজনীয় তেলের প্রায় ৮০ শতাংশ বিদেশ থেকে আমদানি করে ভারত। যার ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধীত তেল এবং টাকা-ডলারের বিনিময় মূল্যের অদল বদলের সঙ্গে সঙ্গে ভারতের ঘরোয়া বাজারে খুচরো তেলের দাম পরিবর্তিত হয়। আন্তর্জাতিক বাজারে তেলের দাম হ্রাস পাওয়ায় এ দেশের ঘরোয়া বাজারে তার সুফল মিলছে। টাইমস অব ইন্ডিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়