শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ১২:৫৭ দুপুর
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ১২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফের পথ দেখাল কেরালা, প্রজাতন্ত্র দিবসে সব মসজিদের চূড়ায় উড়ল জাতীয় পতাকা!

রাশিদ রিয়াজ : ভারতে ঐক্যের বার্তা দিতে রাজ্যের প্রতিটি মসজিদে প্রজাতন্ত্র দিবসের দিন জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ দিয়েছিল কেরলের ওয়াকফ বোর্ড। রোববার সকাল সাড়ে আটটায় সেই পতাকা উত্তোলনের সময় ধার্য্য করা হয়েছিল। সেই নির্দেশ মেনেই সমস্ত মসজিদে সকালবেলাতেই উত্তোলিত হল জাতীয় পতাকা। এই ঘটনাকে সম্প্রীতির এক নতুন শুরুয়াৎ হিসেবে দেখছেন বহু সাধারণ মানুষ।

সিএএ-এনআরসি'র প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ এখনও অব্যাহত। দেশের সংবিধানকে ধ্বংসের পরিকল্পনা করছে মোদী সরকার, এমনই অভিযোগ তুলেছেন আন্দোলনকারীরা। আর সেই বিক্ষোভে বেশিরভাগ জায়গাতেই হাতে-হাতে উড়ছে জাতীয় পতাকা। এবার প্রজাতন্ত্র দিবসেও সেই জাতীয় পতাকাকে ঘিরেই ঘটল বেনজির ঘটনা। এই ঘটনাকে সম্প্রীতির এক নতুন শুরু হিসেবে দেখছেন বহু সাধারণ মানুষ।

মসজিদে পতাকা উত্তোলন প্রসঙ্গে কেরালার ওয়াকফ বোর্ডের প্রধান টি কে হামজা বলেন, 'দেশের অত্যন্ত কঠিন সময়ে আমরা চুপ করে থাকব না। মুসলিমরা আতঙ্কিত। বহু হিন্দু ভাইবোনও পাশে এসে দাঁড়াচ্ছেন। আর এই মুহূর্তে সম্প্রীতিই মূল মন্ত্র হওয়া উচিত। তাই দেশের ঐক্যকে আরও শক্ত করতেই মসজিদে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।'

এর আগে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) প্রত্যাহারের দাবিতে রাজ্য বিধানসভায় প্রথম প্রস্তাব পাশ করে কেরালা সরকার। বাম শাসিত কেরালা সরকারই প্রথম তাদের বিধানসভায় প্রস্তাব পাশ করিয়েছে। কেরালার প্রধান বিরোধী দল কংগ্রেসও তাতে সায় জানিয়েছে। তারপর পাঞ্জাব, বাংলার মতো রাজ্যও সেই পথে হাঁটছে। এবার মসজিদে জাতীয় পতাকা উড়িয়েও আরেকটি নজির গড়ল দক্ষিণের এই রাজ্য। টাইমস অব ইন্ডিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়