শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ০৯:০৯ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ০৯:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইয়াবাসহ শিক্ষক আটক

বাংলা ট্রিবিউন : খাগড়াছড়িতে দেড় হাজার পিস ইয়াবাসহ তিন জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে একজন স্কুল শিক্ষক। রবিবার (২৬ জানুয়ারি) খাগড়াছড়ি সদর থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলো- খাগড়াছড়ি জেলা সদরের সবুজবাগ এলাকার ওমর ফারুক, মহালছড়ির মাস্টারপাড়ার দয়াল বণিক ও উপজেলা এলাকার আলতাফ হোসেন।

পুলিশ জানায়, আটক তিন জনের মধ্যে একজন মাদক কারবারি ও দুজন বহনকারী। বিশেষ অভিযানের অংশ হিসেবে সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে ওমর ফারুককে পাঁচশ’ পিস ইয়াবা ও নগদ ২১ হাজার টাকাসহ আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রবিবার দুপুরে জেলা সদরের কলেজ গেট এলাকায় অভিযান চালিয়ে চারশ’ পিস ইয়াবাসহ দয়াল বণিক নামে আরেকজনকে আটক করা হয়। আটক দয়াল বণিকের দেওয়া তথ্যের ভিত্তিতে বিকালে মহালছড়ির চৌংড়াছড়ি এলাকায় অভিযান চালিয়ে ছয়শ’ পিস ইয়াবাসহ মহালছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আলতাফ হোসেনকে আটক করে পুলিশ। আটক আলতাফ হোসেন ও দয়াল বণিক টাকার বিনিময়ে ইয়াবা বহন করে বলে পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদের স্বীকার করেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রশিদ জানান, আটককৃত তিন জনের বিরুদ্ধে এর আগে একাধিক মাদক মামলা রয়েছে। নতুন করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়