শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ০৭:৫১ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ০৭:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারও বাগদাদে মার্কিন দূতাবাসে রকেট হামলা

ইয়াসিন আরাফাত : আবারও ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা চালানো হয়েছে। এসময় মোট ৫টি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি। এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে, রোববার বাগদাদের গ্রিন জোনে এসব রকেট আঘাত হেনেছে।

এএফপি প্রতিবেদনে বলা হয়েছে, টাইগ্রিস নদীর পশ্চিম তীর থেকে উঁচু আওয়াজ শুনতে পাওয়া গেছে, যেখানে মার্কিন দূতাবাস এবং বেশিরভাগ বিদেশি কূটনৈতিক মিশন অবস্থিত। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা প্রানহানির খবর মেলেনি। হতাহত না হওয়ায় মনে করা হচ্ছে অল্পের জন্য রক্ষা পেয়েছে মার্কিন দূতাবাস।

চলতি মাসেই ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনে মার্কিন দূতাবাসের কাছে একাধিক রকেট হামলা হয়েছিলো। এছাড়া গ্রিন জোনের কাছের জাদ্রিয়া এলাকা এবং বালাদ বিমান ঘাঁটি, যেখানে মার্কিন সৈন্যরা রয়েছেন, সেখানেও রকেট নিক্ষেপ করা হয়।

উল্লেখ্য, সোলেমানির মৃত্যুর পর থেকেই উত্তপ্ত পরিস্থিতি। বারবার সংঘাতের খবর আসছে। কিভাবে ইরান এর প্রতিশোধ নেবে তা জানার জন্য আমেরিকা শুরু করেছে নানান পরিকল্পনা। এমন অবস্থায় রোববার বাগদাদের মার্কিন দূতাবাসে আবারও রকেট হামলা হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়