শিরোনাম
◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ০৭:২৬ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ০৭:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইসিজের রায় সভ্যতা ও মানবতার জন্য মাইলফলক: রওশন এরশাদ

আব্দুল্লাহ আল আমীন : রোহিঙ্গাদের ওপর হত্যা-নির্যাতন বন্ধে আইসিজের (জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত) অন্তবর্তীকালীন রায়কে সভ্যতা ও মানবতার জন্য মাইলফলক বিজয় হিসেবে উল্লেখ করেছেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।রোববার (২৬ জানুয়ারি) এক বিবৃতিতে বিরোধীদলীয় নেতা এ মন্তব্য করেন।

বিবৃতিতে তিনি বলেন, মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের ওপর গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মতো নৃশংসতম অপরাধ সংঘটিত করার পরও বিশ্বজনমতকে উপেক্ষা করার ধৃষ্টতা দেখানো মিয়ানমারের জন্য এ রায় নিঃসন্দেহে শিক্ষণীয় । এ আদেশের মধ্য দিয়ে রোহিঙ্গা সংকট সমাধান আন্তর্জাতিক অঙ্গনে মিয়ানমারের ওপর কার্যকর চাপ বৃদ্ধি করবে। এতদিন আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে রাখাইন গণহত্যা, গণনিষ্ঠুরতার বিষয়টি মিয়ানমার অস্বীকার করেছে; কিন্তু এ আদেশের পর মিয়ানমারের সামনে অপরাধ অস্বীকার করার আর কোনো সুযোগ নেই।

আন্তর্জাতিক আদালতের এ রায় মিয়ানমার বাস্তবায়ন করবে এবং এ নিয়ে আন্তর্জাতিক মহলের চাপ প্রয়োগ অব্যাহত থাকলে নাগরিক অধিকারসহ রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পথ সুগম হবে। আইসিজের এ আদেশ পুরোপুরি মেনে চলতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানান বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। পাশাপাশি জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। সম্পাদনা : তন্নীমা আক্তার

  • সর্বশেষ
  • জনপ্রিয়