শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ০১:০০ রাত
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাণিজ্য মেলায় স্টল খুঁজে পেতে ভরসা এখন ডিজিটাল তথ্য কেন্দ্র

লাইজুল ইসলাম: বাণিজ্য মেলার প্রধান ফটক ও ভিআইপ গেট দিয়ে ঢুকতেই চোখে পরবে ডিজিটাল তথ্য কেন্দ্র। এই কেন্দ্রটি স্থাপনের মাধ্যমে তিনটি সহায়তা পেয়ে থাকেন বাণিজ্য মেলার দর্শনার্থীরা। পুরো মেলাটি ডিজিটাল ম্যাপের আওতায়, কিভাবে কাঙ্খিত গন্তব্যে যাবেন তা সহযেই বের করা যাচ্ছে আর পুরো মেলার একটি দিক নির্দেশিকা রয়েছে এতে।

মাহামুদুল হাসান দুটি ডিজিটাল তথ্যকেন্দ্রের একটিতে কাজ করেন। তিনি বলেন, এখানে এসে কম্পিউটারে শুধু লিখলেই বের হয়ে আসে কিভাবে যাবেন নির্দিষ্ট স্টলে। যারা লিখতে পারছে না তাদের স্টল খুঁজতে সাহায্য করছি আমরা।

দুটি স্টলে কাজ করছেন ছয় জন। প্রতিটি কেন্দ্রে তিনজন করে রয়েছেন সাহায্যকর্মী। একটি প্রাইভেট সফটওয়ার কম্পানি এই ম্যাপটি তৈরি করেছে। শেষ দুই বছরও তারাই ডিজিটাল তথ্য কেন্দ্র তৈরি করেছিলো।

সুমনা হক নামের এক দর্শনার্থী বলেন, বন্ধুদের রেখে তিনি অন্য দিকে চলে এসেছেন। পরে আর তাদের খুঁজে বের করা সম্ভব হচ্ছিলো না। ফোনে একটি স্টলের নাম বলেছে বন্ধুরা। তিনি বলেন, আমি নিজেই লিখে বের করলাম বন্ধুরা কোথায় আছে। এখন যাচ্ছি। এটা আসলেই অনেকটা সাহায্যকারী।

জাহিদুল ইসলাম তার পরিবার নিয়ে নির্দিষ্ট একটি আইসক্রিমের স্টলে যেতে তথ্য কেন্দ্রের সাহায্য নিয়েছেন। বলেন, এতে আমাদের কষ্টটা কমে গেলো। আমরা যে এগিয়েছি এটা তারই একটি প্রমাণ মাত্র।

মাহামুদুল হাসান আরো বলেন, প্রচুর দর্শনার্থী এখানে আসে। আমাদের একটি ডাইরি রয়েছে সেখানে নাম ও মোবাইল নাম্বার রাখার কথা। কিন্তু এত বেশি লোক হয়ে যায় যে, সেটা আর রাখা সম্ভব হয় না। প্রচুর দর্শনার্থী এটার সাহায্য নিচ্ছে বলে দাবি করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়