শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ১২:৫০ দুপুর
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ১২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুজিববর্ষকে ঘিরে প্রস্তুতি চলছে অমর একুশে বইমেলার

আসিফ কাজল: বাংলা একাডেমি প্রাঙ্গনজুড়ে চলছে প্যাভিলিয়ন নির্মাণের প্রস্তুতি।মুজিববর্ষকে ঘিরে বিস্তৃত পরিসরে সাজানো হচ্ছে এবারের অমর একুশে বইমেলা। এবছর প্যাভিলিয়ন ২৩টির স্ট্রলে হয়েছে ৩৪টি। ইউনিটের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০০ আর সাড়ে পাঁচশো প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এই আয়োজনে।

একুশে বই মেলার সদস্য সচিব ড. জালাল আহমেদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের মেলা উৎসর্গ করা হয়েছে। বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার শিশুদের জন্য চিত্রাংকন, সঙ্গীত, আবৃত্তির যে প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে তা মুজিববর্ষকে কেন্দ্র করেই। এছাড়াও বঙ্গবন্ধুর আকৃতিতে বিভিন্ন মনুমেন্ট ও একাধিক স্থাপনা নির্মাণ করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বই প্রকাশকরা জানান, বাংলা একাডেমির সামনের সড়কে মেট্রোরেল প্রকল্পের নির্মাণ কাজ চলছে। যে কারণে প্রশস্তা কমে যাওয়ায় মেলার দর্শনার্থীদের ভোগান্তি পোহাতে হবে।

বাংলা একাডেমি মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বলেন, মুজিববর্ষ এবারের বইমেলাকে বিশেষ মাত্রা যোগ করেছে। যেকারণে এবারের মেলা হবে আরও আকর্ষণীয় ও উৎসবমুখর। মেট্রোরেল নির্মাণকারী প্রতিষ্ঠান টিএসসির সামনে দুটি পেয়ার ও বাংলা একাডেমি প্রবেশ অভিমুখে ৩টি পেয়ার খুলে দিয়েছে। ফলে আয়োজনে কোনো সমস্যা হবে না বলে মনে করেন তিনি।

সরস্বতীপূজার কারণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তারিখ দুই দিন পিছিয়ে ১ ফেব্রুয়ারি শনিবার নির্ধারণ করা হয়। ফলে ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবছরের অমর একুশে বইমেলা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়