শিরোনাম
◈ একপাক্ষিক নির্বাচনের শঙ্কা জামায়াত- এনসিপির, কী বলছে ইসি? ◈ স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভি ফুটেজে যা দেখা গেল (ভিডিও) ◈ এলপিজি নিয়ে সংকট: বৃহস্পতিবার থেকে বিক্রি বন্ধের হুঁশিয়ারি ব্যবসায়ী সমিতির ◈ জকসু নির্বাচনে শীর্ষ তিন পদেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জয় ◈ বি‌পিএল, সিলেট টাইটান্স‌কে হারিয়ে আবার শী‌র্ষে চট্টগ্রাম রয়‌্যালস ◈ ট্রাম্প ভেনেজুয়েলার যা করেছেন, চাইলে বাংলাদেশেও করুন, কিন্তু খেলোয়াড় কেন: জম্মু–কাশ্মীরের মুখ্যমন্ত্রী ◈ এবার লিটন দাসের চুক্তিও বাতিল করল ভারতীয় প্রতিষ্ঠান! ◈ বড় বাজারে অর্ডার কম, নতুন বাজারেও ধাক্কা: পোশাক রফতানিতে চ্যালেঞ্জ ◈ এবারের নির্বাচন লাইনচ্যুত রেলকে লাইনে ফেরানোর চেষ্টা: নির্বাচন কমিশনার সানাউল্লাহ ◈ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ১২:৪১ দুপুর
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ১২:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইসিজের রুলিং এর পর আগ্রাসী আচরণ শুরু করেছে মিয়ানমার সেনাবাহিনী, রাখাইনে বাড়ছে ভারী অস্ত্রসহ সৈন্য সংখ্যা

আসিফুজ্জামান পৃথিল: আন্তর্জাতিক বিচার আদালত-আইসিজে তাদের রুলিংয়ে স্পষ্ট বলেছে, মিয়ানমারকে রাখাইনে অবশিষ্ট রোহিঙ্গাদের নিরাপত্তা বিধানে উদ্যোগ নিতেই হবে। কিন্তু রায়ের পর মিয়ানমার ঠিক এর উল্টো কার্যক্রম শুরু করেছে। ফরেন পলিসি, রয়টার্স, রেডিও ফ্রি এশিয়া

রয়টার্স জানিয়েছে, রাজ্যটিতে শনিবার মিয়ানমারের গোলন্দাজ বাহিনীর নিক্ষেপ করা গোলার আঘাতে ২ রোহিঙ্গা নারী নিহত হন। যা সরাসরি আইসিজের রুলিংয়ের লঙ্ঘন।

এদিকে মংডু শহরে মিয়ানমার সেনাসংখ্যা বাড়িয়েছে বলে দাবি করেছে রয়টার্স। সীমান্ত ঘেঁষা শহরটিতে আর্টিলারি ইউনিট এবং ট্যাঙ্ক বিদ্ধংসী অস্ত্র নিয়ে সেনাসদস্যরা ঘোরাঘুরি করছে বলছে স্থানীয় এক সূত্রের বরাত দিয়ে বার্তাসংস্থাটি জানিয়েছে।

স্থানীয় এক রোহিঙ্গা জানান, রাতের বেলা রোহিঙ্গা বসতিগুলোর সামনে ভারী অস্ত্রবোঝাই ট্রাক নিয়ে মহড়া দিচ্ছে সেনাসদস্যরা। ফলে আতঙ্ক বাড়ছে রোহিঙ্গাদের মধ্যে। এছাড়াও হ্যান্ডমাইকে উপর্যপুরি তাদের বাঙালি বলে সম্বোধন করা হচ্ছে।

আইসিজেতে উত্থাপিত মামলাটি ইতিহাসের প্রথম মামলা যেটি কোনও পার্টি বা পক্ষ করেনি। বাংলাদেশ সংক্ষুব্ধ পক্ষ হলেও মামলাটি করেছে আফ্রিকার দেশ গাম্বিয়া। আন্তর্জাতিক আইন বিশ্লেষকরা শুরুতে এটিকে দূর্বলতা বললেও এখন বলছেন এটি মামলাকে আরও পোক্ত করেছে।

এছাড়াই এটিই প্রথম মামলা যেখানে আইসিজের ১৭জন বিচারকের প্রত্যেকেই সর্বসম্মতিক্রমে একটি রায় দিয়েছেন। একজন বিচারকও অন্তবর্তী আদেশের বিষয়ে দ্বিরুক্তি করেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়