শিরোনাম
◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ১১:৩৮ দুপুর
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ১১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহজালালের নতুন টার্মিনাল তৈরি করবে স্যামসাং

ডেস্ক রিপোর্ট : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তিন নম্বর টার্মিনাল নির্মাণ প্রকল্পের কাজ করবে স্যামসাং গ্রুপের কনস্ট্রাকশন ইউনিট স্যামসাং কনস্ট্রাকশন অ্যান্ড ট্রেডিং (সিঅ্যান্ডটি) করপোরেশন। টার্মিনালটি নির্মাণে স্যামসাং সিঅ্যান্ডটি করপোরেশন ৫ হাজার কোটি টাকা (১৬০ কোটি ডলার) বরাদ্দ পেয়েছে।

বিমানবন্দরের প্রধান টার্মিনালের দক্ষিণ পাশে ৩ নম্বর টার্মিনালটি নির্মাণ করা হবে, যার আনুমানিক ব্যয় ধরা হয়েছে বাংলাদেশী টাকায় ২১ হাজার ৪০০ কোটি। টার্মিনালটি নির্মাণে ৫ হাজার কোটি টাকা দেবে বাংলাদেশ সরকার। আর নির্মাণ ব্যয়ের বাকি অংশ আসবে জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (জাইকা) তহবিল থেকে। নতুন এ টার্মিনালটির নির্মাণকাজ ২০২৩ সালে শেষ হওয়ার কথা রয়েছে। অত্যাধুনিক এ টার্মিনালের নির্মাণকাজ শেষ হওয়ার পর বছরে প্রায় ২ কোটি যাত্রী তা ব্যবহার করতে পারবেন।

অত্যাধুনিক নির্মাণ কৌশল ও প্রযুক্তি ব্যবহার করে এরই মধ্যে বেশকিছু আকর্ষণীয় প্রকল্প সম্পন্ন করেছে স্যামসাং সিঅ্যান্ডটি করপোরেশন। প্রতিষ্ঠানটি বিমানবন্দর ছাড়াও সুউচ্চ ভবন, চিকিৎসা সুবিধা, অত্যাধুনিক উৎপাদন সুবিধাসম্পন্ন স্থাপনা নির্মাণ করতে সক্ষম।

প্রতিষ্ঠানটির নির্মিত স্থাপনাগুলোর মধ্যে রয়েছে বুর্জ খলিফা, পেট্রোনাস টুইন টাওয়ার, তাইপে ১০১, সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনাল, দক্ষিণ কোরিয়ার ইনচেওন আন্তর্জাতিক বিমানবন্দর ও আবুধাবির ক্লিভল্যান্ড ক্লিনিক। প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তি ও সম্ভাবনা উন্মোচনের মাধ্যমে নির্মাণে আধুনিকতা নিয়ে এসেছে স্যামসাং সিঅ্যান্ডটির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন গ্রুপ।

উল্লেখ্য, এক দশক ধরে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে স্যামসাং ইলেকট্রনিকস। দেশে প্রতিষ্ঠানটির গবেষণা ও উন্নয়ন কেন্দ্র রয়েছে। আর স্থানীয় বাজারের চাহিদা মেটাতে চালু হয়েছে স্মার্টফোন সংযোজন কার্যক্রম। সূত্র : বনিকবার্তা

  • সর্বশেষ
  • জনপ্রিয়