শিরোনাম
◈ সরকার অনুগত সৈন্যরা ঠেকিয়ে দিয়েছে আফ্রিকার দেশ বেনিনে অভ্যুত্থান চেষ্টা ◈ নারী সহকর্মীকে অশ্লীল ভিডিও পাঠানোর অভিযোগে ডিআইজি আবু সুফিয়ান তদন্তের মুখে, পদ থেকে সরিয়ে সদর দপ্তরে স্থাপন ◈ নতুন নেশাসিরাপের সয়লাব: নির্বাচনের ব্যস্ততায় বড় চালান ঢোকানোর টার্গেটে ভারতীয় মাদককারবারিরা ◈ খালেদা জিয়ার সিটিস্ক্যান ও ই‌সি‌জি রি‌পো‌র্ট প‌জে‌টিভ, স্বজন‌দের স‌ঙ্গে কথা বলার চেষ্টা কর‌ছেন ◈ ২০০৬ সা‌লের পর নিজের মা‌ঠেই ‌সেল্টা ভি‌গোর কা‌ছে হার‌লো রিয়াল মা‌দ্রিদ‌  ◈ ‌রিয়াল মা‌দ্রিদে রোনালদোকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি এমবা‌প্পের সাম‌নে ◈ ভরিতে ১,০৫০ টাকা কমল স্বর্ণের দাম, নতুন দর কার্যকর আজ থেকে ◈ কোটিপতির সংখ্যা প্রকাশ করল বাংলাদেশ ব্যাংক ◈ নির্বাচন ঘনিয়ে আসছে, তফসিল ঘোষণার আগে দেশে রাজনৈতিক অস্থিরতা ◈ ব্যাংক খাতে কোটিপতি হিসাব বৃদ্ধি; তিন মাসে যুক্ত হলো আরও ৭৩৪টি হিসাব

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ০৭:০৯ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ০৭:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের রাষ্ট্রীয় পুরস্কার পদ্মশ্রী পাচ্ছেন জহির খান

স্পোর্টস ডেস্ক : ভারতের অন্যতম রাষ্ট্রীয় পুরস্কার হলো পদ্মশ্রী। খেলাধুলায় অসামান্য অবদানের জন্য এই পুরস্কার পাচ্ছেন ভারতীয় দলের সাবেক তারকা পেসার জহির খান।

ক্যারিয়ারে ছয়শোর বেশি উইকেট নেয়া জহির খান ২০১১ সালে ঘরের মাঠে ভারতের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন। ৪১ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার হলেন পদ্মশ্রী জেতা ভারতের দ্বিতীয় পেসার। এর আগে ১৯৮৩ সালে ভারতকে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতানো অধিনায়ক পেস বোলিং অলরাউন্ডার কপিল দেব রাষ্ট্রীয় এ পদকে ভূষিত হন।

পদ্মশ্রী পাচ্ছেন ভারতের নারী হকি দলের অধিনায়ক রানি রামপালও। ২৫ বছর বয়সী এই খেলোয়াড় ভারতের হয়ে দুইশোর বেশি ম্যাচ খেলেছেন। সম্প্রতি বাছাই পর্বে যুক্তরাষ্ট্রকে হারিয়ে টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান ছিলো তার।

ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শনিবার প্রকাশ করা হয় পদ্ম সম্মান- ২০২০ এর তালিকা।

তাতে অন্য ক্রীড়া ব্যক্তিত্বদের মধ্যে ছয়বারের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ন মেরি কম পাচ্ছেন ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার পদ্ম বিভূষন।
ভারতীয় শাটলার পিভি সিন্ধু পদ্মভূষণ সম্মানে ভূষিত হতে চলেছেন। ২০১৯ সালের আগস্টে বিশ্বচ্যাম্পিয়ন হন সিন্ধু। ক্যারিয়ারে প্রথমবারের জন্য বিশ্বচ্যাম্পিয়নশিপের মঞ্চে সোনা জেতেন। ২০১৬ সালে অলিম্পিকে জিতেছিলেন রূপা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়