শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ০৭:০২ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ০৭:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘পদ্ম’ পদক পেলেন চার বলিউড তারকা

জেরিন: দেশটির প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে গতকাল শনিবার চলতি বছরে এই পদকপ্রাপ্তদের তালিকা ঘোষণা করা হয়েছে। এ বছর জনপ্রিয় বলিউড নির্মাতা করন জোহর, অভিনেত্রী কঙ্গনা রাণৌত, সংগীতশিল্পী আদনান সামি ও নির্মাতা একতা কাপুরের পেয়েছেন ‘পদ্মশ্রী’ পুরস্কার। ইন্ডিয়া টুডে ডটকম এই তথ্য জানিয়েছে।

পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী এই তিনটি ক্যাটাগরিতে প্রদান করা হয় ‘পদ্ম’ পদক। সংস্কৃতি, শিল্প, সামাজিক কর্মকাণ্ড, জন কল্যাণ, বিজ্ঞান-প্রযুক্তি, বাণিজ্য, চিকিৎসা, শিক্ষা, খেলাধুলাসহ অন্যান্য শাখায় বিশেষ অবদান রাখার জন্য প্রতি বছর ভারতীয় সরকারের পক্ষ থেকে এ পুরস্কার প্রদান করা হয়।

কঙ্গনা রাণৌত বলেন, আমি খুবই আনন্দিত ও সম্মানিতবোধ করছি। আমাকে স্বীকৃতি দেয়ার জন্য ধন্যবাদ। এই পুরস্কার সেই সকল নারীদের উৎসর্গ করছি যারা স্বপ্ন দেখার সাহস করে। পাশাপাশি সকল মেয়ে, মা এবং সেই সকল নারী যাদের স্বপ্নে এই দেশের ভবিষ্যৎ তৈরি হবে।

এক বিবৃতিতে করন জোহর বলেন, খুব কম সময়ই এমন হয়, যখন আমি কিছু বলার ভাষা খুঁজে পাই না, পদ্মশ্রী পাওয়া তেমন একটি সময়। সর্বোচ্চ সম্মানসূচক রাষ্ট্রীয় পদক পাওয়ায় সম্মানিতবোধ করছি। এখন অনেক বেশি আবেগ কাজ করছে। আমার স্বপ্ন নিয়ে কাজ করে সবাইকে বিনোদনের সুযোগ দেয়ার জন্য ধন্যবাদ। আমি জানি, আমার বাবা খুব খুশি হবেন। এই মুহূর্তে তাকে পাশে পেলে অনেক ভালো লাগত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়