শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ০৬:০৪ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ০৬:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনাভাইরাসে কাশি, জ্বর ও শ্বাসকষ্ট হয়

সানজীদা আক্তার : আইইডিসিআর’র সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মোস্তাক হোসেন বলেছেন, করোনা ভাইরাস আক্রান্তের লক্ষণ হলো- প্রথমেই কাশি থাকবে। এর সঙ্গে থাকবে জ্বর ও শ্বাসকষ্ট। শনিবার রাতে ৭১টিভির টকশোতে তিনি এ কথা বলেন।

ডা. মোস্তাক বলেন, শ্বাসতন্ত্রের অন্যান্য যে রোগ আছে, সেই রোগের মতোই করোনা ভাইরাস। এর সঙ্গে যোগ হবে চীনের সেই অঞ্চল থেকে কারো সঙ্গে কোনো যোগসূত্র আছে কি না। এটাকে আমরা বলি রোগতান্ত্রিক সংযোগ। তিনি বলেন, প্রতিষেধক হিসেবে আমাদের অবশ্যই সাবান দিয়ে হাত ধুতে হবে। বিশেষ করে যারা রাস্তা-ঘাটে যাতায়াত করবেন, তাদেরকে ঘনঘন সাবান দিয়ে হাত ধুতে হবে। হাঁচি-কাশি দেওয়ার সময় আমাদের নাক মুখ ঢাকতে হবে।
ডা. মোস্তাক বলেন, মূলত এই রোগটি পশুপাখি থেকে বিশেষ করে বাদুড়, শুকর, ছোট স্তন্যপায়ী প্রাণী থেকে মানবদেহে ছড়িয়ে পড়ছে। ভাইরাস রোগ যে কোনো সময় হতে পারে। সচেতন হলে আমরা অনেক রোগ থেকেই পরিত্রাণ পাবো। যদি কেউ মনে করেন- এই রোগে আক্রান্ত হয়েছেন, তাহলে আইইডিসিআর’র হটলাইন ০১৯৩৭০০০০১১ নম্বরে যোগাযোগ করুন। দেশের সব হাসপাতালে এই রোগ কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়ে প্রশিক্ষণ চলছে। সম্পাদনা: সিরাজুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়