শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ০৫:৫৯ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ০৫:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত, ইয়াবা ও অস্ত্র উদ্ধার   

ফরহাদ আমিন, টেকনাফ : কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।এসময় এক সহকারী উপ পরিদর্শকসহ তিন পুলিশ সদস্য আহত হয়।নিহত হলেন, হোয়াইক্যংয় ইউনিয়নের পূর্ব সাতঘরিয়া পাড়ার জালাল আহাম্মদের মোঃ নাসির(৩০)। আহত পুলিশ সদস্যরা হলেন,সহকারী উপ পরিদর্শক অহিদ উল্লাহ কনস্টেবল আব্দুর শুক্কুর ও হেলাল।

রোববার  ভোররাতে উপজেলার হোয়াইক্যংয় ইউনিয়নের পূর্ব সাতঘরিয়া পাড়া সংলগ্ন পূর্ব দইল্যা খালের পাড়ে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি প্রদীপ কুমার দাশ।পুলিশের ভাষ্যমতে.নিহত ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী।

পুলিশ সূত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে ইয়াবা একটি বড় চালান আসার খবর পেয়ে।সেখানে পুলিশ গেলে  শনিবার  রাত দশটার দিকে হ্নীলা ইউনিয়নের গার্লস  স্কুলের সামনে থেকে নাসিরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।

পরে তার স্বীকারোক্তি মতে,ভোররাতে হোয়াইক্যংয় ইউনিয়নের পূর্ব সাতঘরিয়া পাড়া সংলগ্ন পূর্ব দইল্যা খালের পাড়ে অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে নাসিরের অপরাপর সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এতে সহকারী উপ পরিদর্শক অহিদ উল্লাহ কনস্টেবল আব্দুর শুক্কুর ও হেলাল আহত হন। এসময় পুলিশও পাল্টা গুলি চালায়। দু’দলের গোলাগুলির মাঝখানে পড়ে নাসির গুলিবিদ্ধ হয়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ১০হাজার ইয়াবা,তিনটি দেশিয় তৈরি এলজি, ১২রাউন্ড তাজা কার্তুজ , ১৬রাউন্ড খালি খোসাসহ গুলিবিদ্ধ নাসিরকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়।

সেখানে আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে গুলিবিদ্ধ ব্যক্তিকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শুভ্র দেব বলেন,ভোররাতে পুলিশ চারজনকে হাসপাতালে নিয়ে আসেন।এরমধ্যে তিনজন পুলিশ সদস্য। অপর একজন সাধারণ মানুষ।তার শরীরে দুটি  গুলির চিহ্ন রয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং সকালে পুলিশের তিনজন সদস্যকে ছেড়ে দেওয়া হয়।

এ প্রসঙ্গে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ  বলেন, গুলিবিদ্ধ ব্যক্তিকে ভোররাতে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের পাঠানো  হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া প্রস্তুতি চলছে। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়