শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ০১:১৯ রাত
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ০১:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীমান্ত হত্যার প্রতিবাদে ঢাবিতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত

ওবায়দুর রহমান সোহান, ঢাবি প্রতিনিধি : বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশিদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। গায়েবানা জানাজা নামাজে সব স্তরের মানুষসহ বুদ্ধিজীবী এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেণ। জানাজা শেষে অবস্থান কর্মসূচিতে বসেছে এক শিক্ষার্থী।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেল ৫ টায় টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। গত ২৩ দিনে সীমান্তে বাংলাদেশি ১৯ জন নাগরিক হত্যা করা হয়েছে এর প্রতিবাদে গায়েবানা জানাজা ও অবস্থান কর্মসূচী করেন তারা।

এসময় বাংলাদেশ-ভারত সীমান্তে বিনা বিচারে নির্বিচারে হত্যার বিষয়ে তীব্র নিন্দা যানায় এবং অনতিবিলম্বে সীমান্ত হত্যার বিচারের দাবি করেণ।

গায়েবানা জানাজার নামাজের শেষে ‘বাংলাদেশের জনগণ’ ব্যানারে বিক্ষোভ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তারা। এসময় ভারতের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় তারা।

অন্যদিকে, সীমান্ত হত্যার বিচারের দাবিতে জনাজা শেষে অবস্থান কর্মসূচিতে বসেছে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং (এমবিএ) বিভাগের শিক্ষার্থী নাসির আব্দুল্লাহ।

তিনি বলেন, গত ২৩ দিনে ১৯ জন বাংলাদেশীকে পাখির মত নির্বিচারে হত্যা করেছে বিএসএফ। দেশের কোনো নাগরিক যদি সীমান্তে কোনো অপরাধ করে থাকে, তাহলে তাকে বাংলাদেশের বিচারিক আদালতে বিচার হওয়া উচিৎ। সেখানে নির্বিচারে গুলি করে বাংলাদেশী হত্যা করাকে আমরা কোন ভাবে বৈধতা দিতে পারি না।

তিনি আরোও বলেন, ফেনী নদী থেকে শুরু করে ফারাক্কা বাঁধ সব জায়গায় বাংলাদেশিদের উপর ভারতীয়রা আগ্রাসন চালাচ্ছে। অনতিবিলম্বে দুই দেশের পারস্পরিক সীদ্ধান্তের মাধ্যমে একসাথে বসে এই সীমান্ত হত্যা বন্ধ করতে হবে৷

দেশের সর্বস্তরের মানুষের উদ্দেশ্যে নাসির বলেন, কারো একার পক্ষে এই সীমান্ত হত্যা বন্ধ করা সম্ভব নয়। এখানে দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত সবাই যদি অনুভব করে এই সীমান্ত হত্যা বন্ধ হওয়া উচিৎ তাহলেই সীমান্ত হত্যা বন্ধ করা সম্ভব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়