শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২০, ১১:২৫ দুপুর
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২০, ১১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশিদের উন্নত চিকিৎস সেবায় ভিসা প্রসেসিং, হোটেল ব্যবস্থাপনা বিনামূল্যে হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আগ্রহী ভারতের এমজিএমের

শাহীন খন্দকার : শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশীদের চিকিৎসা সেবা দেয়ার আগ্রহ প্রকাশ করলেন, প্রায় দুই দশকের বেশি সময় ধরে চিকিৎসা সেবায় ভারতে গৌরবময় স্বাক্ষর রেখে আসা এমজিএম হেলথ কেয়ার প্রতিষ্ঠানটি। সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের পক্ষে অংশ গ্রহণ করেন এজিএম হেলথ কেয়ারের অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট সেনু স্যাম এবং প্রতিষ্ঠানের ইনস্টিটিউট অব ইএনটি, হেড অ্যান্ড নেক সার্জারির প্রধান অধ্যাপক ড. সঞ্জীব মোহন্ত।

এসময়ে সেনু স্যাম বলেন, অনেক বাংলাদেশিই এখন চিকিৎসার জন্য ভারতীয় চিকিৎসা ব্যবস্থার ওপর আস্থাবাদী। আমরা সেই জায়গাটি থেকে বাংলাদেশিদের আরও ভালো ও উন্নতমানের সেবা দিতে আগ্রহী। তিনি বলেন, আমাদের এজিএম হেলথ কেয়ার বিভিন্ন ধরনের ক্যান্সারসহ অন্যান্য রোগের চিকিৎসার জন্য যুগোপযোগী।
টেস্ট এবং সার্জারির জন্য অত্যাধুনিক যন্ত্রপাতিসহ চিকিৎসার মান উন্নয়নে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে নিরলসভাবে।

একইসঙ্গে চিকিৎসা খরচও অন্যান্য স্থানের তুলনায় অনেক কম এখানে। এছাড়া ফেসবুক বা ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ থেকে কেউ হাসপাতালটির সঙ্গে যোগাযোগ করলে তাদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, ভিসা প্রসেসিং, এয়ারপোর্ট থেকে গ্রহণ করা, হোটেল ব্যবস্থাপনার কাজটিও এখন থেকে বিনামূল্যে হাসপাতাল কর্তৃপক্ষ করে দেবে বলেও জানান তিনি।

এসময়ে অধ্যাপক ড. সঞ্জীব মোহন্ত তার বিভিন্ন সাফল্যের তথ্য তুলে ধরেন। একইসঙ্গে নাক-কান-গলা বিষয়ক নানা জটিলতা ও তার সুষ্ঠু প্রতিকারের বিষয়ে আলোকপাত করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ভারতের চেন্নাইয়ে অবস্থিত এমজিএম হেলথ কেয়ার বহুবিধ শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রান্তিক সেবাদাতা হাসপাতালের কার্যক্রমের মধ্য দিয়ে মানুষের আস্থা, খ্যাতি ওগৌরব অর্জন করেছে বলেও জানানো হয় প্রেসব্রিফিংয়ের মাধ্যমে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়