শিরোনাম

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২০, ০৪:৫৪ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২০, ০৪:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরিজে ফেরার লড়াইয়ে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক : পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে হেরে পিছিয়ে আছে বাংলাদেশ। হার দিয়ে সিরিজ শুরু করা মাহমুদউল্লাহ রিয়াদের দলকে শনিবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে যে করেই জিততে হবে। অন্যথায় এক ম্যাচ হাতে রেখে সিরিজ হাত ছাড়া করতে হবে।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামেই বাংলাদেশ বিকেল ৩টায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দল দুটি।

প্রথম ম্যাচের ভুলগুলো দ্বিতীয় ম্যাচে করতে চায় না বাংলাদেশ। ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়ে অতিথি দলের অধিনায়ক বলেন, ‘ব্যাটিংয়ে আমরা ১০-১৫ রান কম করেছি। এরপরও ১৪০ রান নিয়ে যে শেষ ওভার পর্যন্ত লড়াই করতে পেরেছি, এটা আমাদের বোলারদের কৃতিত্ব। বোলাররা ভালো বোলিং করলেও কিছু কিছু জায়গায় আমরা সহজ কিছু চার দিয়েছি। লেগ সাইডে আমরা ৬-৭ টার মতো চার দিয়েছি। এই জায়গাটায় যদি আমরা আরেকটু ভালো করতে পারতাম সঙ্গে যদি ফিল্ডিংটাও ভালো হতো তাহলে চিত্রটা ভিন্ন হতে পারত।’

প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচে একাদশে তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই বাংলাদেশের। পরিবর্তন আসতে পারে একটি। লোয়ার অর্ডারে মোহাম্মদ মিঠুনের পরিবর্তে দলে আসতে পারেন তরুণ মেহেদী হাসান। বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেতে পারেন তিনি।

একাদশে তেমন পরিবর্তন না আসলেও পরিবর্তন আসতে পারে ব্যাটিং পজিশনে। ব্যাটিং পাওয়ার প্লেতে বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটসম্যান বলা যায় লিটন দাসকে। তাই নাইম শেখকে তিন নম্বরের দায়িত্ব দিয়ে ওপেনিংয়ে উঠে আসতে পারেন লিটন দাস।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল, লিটন দাস (উইকেটকিপার), নাইম শেখ, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, মাহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, আল-আমিন হোসেন, শফিউল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়