শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২০, ০৩:০৪ রাত
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২০, ০৩:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের প্রবৃদ্ধির ধীরগতি সাময়িক, বললেন আইএমএফ প্রধান ক্রিস্টালিন জর্জিয়েভা

সিরাজুল ইসলাম : শুক্রবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক সংস্থার সম্মেলনে বক্তব্যে তিনি আরও বলেন, শিগগিরই তাদের প্রবৃদ্ধি বাড়বে। টাইমস অব ইন্ডিয়া
ক্রিস্টালিন বলেন, গত অক্টোবরে চলতি জানুয়ারি মাসের জন্য বিশ্ব অর্থনীতি পরিস্থিতির যে পূর্বাভাস দেওয়া হয়েছিল, বর্তমান চিত্র তার চেয়ে অনেক ভালো।

আইএমএফ প্রধান বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য চুক্তিতে তাদের বাণিজ্যযুদ্ধ থেমেছে। পর্যায়ক্রমে বিভিন্ন শুল্ক কর্তণের ঘোষণায় অন্যান্য দেশও এর সুফল পাবে।
বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি ৩ দশমিক ৩ শতাংশ মোটেও সন্তোষজনক নয় বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, ভারতের বাজার নিম্নমুখী রয়েছে। তবে আমাদের বিশ্বাস এটি সাময়িক। আমরা আশা করছি শিগগিরই দেশটি সামনের দিকে এগিয়ে যাবে। ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম আশার আলো দেখাচ্ছে। তিনি বলেন, আফ্রিকার কয়েকটি দেশ ভালো করছে। তবে মেক্সিকোর অবস্থা সন্তোষজনক নয়।

সোমবার আইএমএফের প্রতিবেদনে বলা হয়, গত বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরা হয়েছিলো ২ দশকি ৯ শতাংশ। চলতি বছরে এ প্রবৃদ্ধি হবে ৩ দশকি ৩ শতাংশ এবং আগামি বছর হবে ৩ দশকি ৪ শতাংশ।

আইএমএফ প্রধান বলেন, দীর্ঘ মেয়াদে উৎপাদন কমে যাওয়া এবং মূল্যস্ফিতির কারণে বিশ্ব অর্থনীতি ঝুঁকিতে রয়েছে। এ ঝুঁকি আরও বাড়বে। গত সপ্তাহে আইএমএফ জানিয়েছিলো, অর্থনৈতিক উন্নয়নশীল দেশগুলোর তালিকায় ক্রমশ পিছিয়ে পড়ছে ভারত। অবস্থা তলানিতে ঠেকছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়