শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২০, ০৭:১৫ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২০, ০৭:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জনগণের নিকট দায়বদ্ধ মেডিকেল শিক্ষার্থীরা বললেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

সোহেল হোসাইন, মানিকগঞ্জ: মানুষের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম হলো স্বাস্থ্য। দেশের সাধারণ জনগণের কাছে দায়বদ্ধ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। জনগণের ট্যাক্সের টাকায় নির্মিত হয়েছে মেডিকেল কলেজের অবকাঠামো, একাডেমিক ভবন ও হাসপাতাল। শিক্ষার্থীদের লেখাপাড়া ব্যয়ও নির্বাহ করা হচ্ছে জনগণের ট্যাক্সে। আর এ কারণেই মেডিকেল শিক্ষার্থীদেরকে ভালো মানে চিকিৎসক হওয়ার মানসিকাতা নিয়ে পড়াশুনা করতে হবে। ডাক্তর হয়ে দেশের মানুষের সেবায় নিয়োজিত করতে হবে। তাহলেই দেশের স্বাস্থ্য সেবার জনগণের দৌড়গোড়ায় পৌছাবে এবং দেশ স্বাস্থ্য খাত উন্নতির দিকে এগিয়ে যাবে। শুক্রবার মানিকগঞ্জ কর্ণেল মালেক মেডিকেল কলেজের একাডেমিক ভবন, ছাত্র-ছাত্রীদের পৃথক হোস্টেল ও ৬ষ্ট ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ব্যক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন।

মেডিকেল কলেজের অধ্যক্ষ আখতারুজ্জামানের সভাপতিত্বে কর্নেল মালেক মেডিকেল কলেজের লেকচার গ্যালারীতে ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানের প্রধান অতিথির স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, কর্নেল মালেক মেডিকেল কলেজের প্রকল্প পরিচালক ডাক্তার দেলোয়ার হোসেন, ডাক্তার শিশির রঞ্জন দাস, ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী ইসরাত জাহান মুন, মোঃ ওয়ালি উল্লাহ প্রমূখ বক্তব্য রাখেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, স্বাস্থ্য সেবায় নতুন উদ্যেগ কিছু দিনের মধ্যেই সারা দেশে মেডিকেল ওয়েস্ট টিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হবে। জেলা হাসপাতাল ও সরকারি মেডিকেল কলেজ গুলোতে মাল্টিপারপাস ভবন নির্মাণের পরিকল্পনা ইতিমধ্যে হাতে নেয়া হয়েছে। কর্ণেল মালেক মেডিকেল কলেজকে পাইলট প্রকল্প হিসেবে বেছে নেওয়া হয়েছে। পুরনো ৮টি মেডিকেল কলেজে হাসপাতালে আধুনিক ভবন নির্মাণ করা হবে।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী কর্নেল মালেক মেডিকেল কলেজের একাডেমিক ভবন ও পৃথক দুটি ছাত্র ছাত্রীদের জন্য হোস্টেল উদ্বোধন করেন।সম্পাদনা : তন্নীমা আক্তার

  • সর্বশেষ
  • জনপ্রিয়