শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২০, ০৩:১৪ রাত
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২০, ০৩:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুব বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টারে বাংলাদেশ

আক্তারুজ্জামান : ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে বাংলাদেশের যুবারা। এই গ্রুপ থেকে বাংলাদেশের পাশাপাশি কোয়ার্টার ফাইনালে উঠেছে পাকিস্তান। বাদ পড়েছে জিম্বাবুয়ে ও স্কটল্যান্ড।বৃষ্টির কারণে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। এতে দুই দলই পয়েন্ট ভাগাভাগি করেছে। রান রেটে এগিয়ে থাকায় বাংলাদেশই হয়েছে গ্রুপের চ্যাম্পিয়ন।

যদিও টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ এদিন ভালো শুরুর ইঙ্গিত দিলেও পাকিস্তানি পেসারদের তোপের মুখে পড়ে। দলটির অভিষিক্ত পেসার আমির খানের গতির সামনে একের পর এক উইকেট হারাতে থাকে আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। এরপর টাইগারদের কুপোকাত করেন আব্বাস আফ্রিদিও।

দফায় দফায় বৃষ্টির কারণে ইনিংসের দৈর্ঘ্য প্রথমে ৩৯ ওভারে এবং পরে নেমে আসে ৩৭ ওভারে। ২৫ ওভার খেলা হওয়ার পর আবারো বৃষ্টি নামে। এরপর দীর্ঘক্ষণ অপেক্ষা করেও বৃষ্টি না থামলে ম্যাচ অফিসিয়ালরা খেলাটি পরিত্যক্ত ঘোষণা করেন।

২৫ ওভার ব্যাট করে বাংলাদেশের ব্যাটিং প্রদর্শনী অবশ্য সন্তোষজনক ছিল না। ৯ উইকেট হারিয়ে দলীয় সংগ্রহ দাঁড়িয়েছিল মাত্র ১০৬ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন ওপেনার তানজিদ হাসান। এছাড়া অভিষেক দাস ২০ রান করেন। শাহাদাত হোসেন ১৬ রান করে অপরাজিত থাকেন। এছাড়া আর কারও স্কোরই দুই অঙ্কের ছোঁয়া পায়নি।

পাকিস্তানের পক্ষে আমির খান চারটি, আব্বাস আফ্রিদি তিনটি এবং আমির আলী তাহিম একটি উইকেট শিকার করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়