শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২০, ০২:৫৮ রাত
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২০, ০২:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিলিস্তিনিদের কাছ থেকে বঙ্গবন্ধু গোল্ডকাপের শিরোপা কেড়ে নিতে চায় বুরুন্ডি

আক্তারুজ্জামান : প্রথমবার বাংলাদেশে খেলতে এসে চরম দাপট দেখাচ্ছে আফ্রিকার দেশ বুরুন্ডি। ইতিমধ্যে টানা তিনটি ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করেছে তারা। এখন শিরোপা ঘরে নিয়ে যাওয়ার পালা। সেখানে বাঁধা হিসেবে আছে আরেক শক্তিশালী দল ও বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিন। দু’দলই বঙ্গবন্ধু গোল্ডকাপে দারুণ খেলেছে। গ্রুপপর্ব ও সেমিফাইনালে সমান আধিপত্য দেখিয়ে শিরোপা নিষ্পত্তির ম্যাচে জায়গা করে নিয়েছে দল দুটি। আফ্রিকা ও এশিয়ার প্রতিদ্বন্দ্বিতায় ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে শনিবার বিকাল ৫টায়।

নিজেদের গ্রুপে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে সমান ২টি করে মোট চার গোল দিয়ে হারিয়েছিলো ফিলিস্তিনিরা। আর সেমিফাইনালে প্রতিপক্ষ ছিলো আফ্রিকার আরেক দেশ সেশেলস। সেখানেও জয় পায় যুদ্ধ বিধ্বস্ত দেশটি। সেশেলসকে হারাতে একটু ঘাম ছুটেছিলো মধ্যপ্রাচ্যের দেশটির। শেষ সময়ের একমাত্র গোলেই ফাইনালের টিকিট কাটে তারা।

এনশিমিরিমানা জসপিনের দেশ বুরুন্ডি তো আছে তাদের সেরা ফর্মে। ম্যানচেস্টার ইউনাইটেডে দায়িত্ব পালন করা কোচের ওপর ভর করে নিজেদের শক্তির প্রকাশ ভালোই করেছে। গ্রুপপর্বে সেশেলস ও মরিশাসের জালে মোট ৭টি গোল দিয়েছে। আর সেমিফাইনালে স্বাগতিক বাংলাদেশকে কাঁদিয়ে ৩-০ গোলে জিতে ফাইনাল ম্যাচে উঠেছে।

টুর্নামেন্টে আজ ফিলিস্তিনের চেয়ে বেশ এগিয়ে থেকেই মাঠে নামবে বুরুন্ডি। জসপিন মাত্র ৩টি ম্যাচে ৭টি গোল করে গোল্ডেন বুটের দৌড়ে অনেক এগিয়ে আছেন। তবে শিরোপা ধরে রাখতে ছাড় দেবে না ফিলিস্তিনিরাও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়