শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২০, ১২:৩৯ দুপুর
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২০, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ে করতে এসে বরের ঠাঁই হলো কারাগারে

নিউজ ডেস্ক : বাল্যবিয়ে করতে আসার অপরাধে বিয়ের আসর থেকে বরকে ২০ দিন কারাদণ্ড প্রদান করে জেল হাজতে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নে বিয়েবাড়িতে বর যখন খাওয়ায় ব্যস্ত তখনই হাজির হন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং এ রায় দেন। খবর : বাংলাদেশ জার্নাল।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের কলাডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, কলাডাঙ্গী গ্রামের দশম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে একই উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চরঠেঙ্গামারী গ্রামের রহমান শেখের ছেলে মো. শিপন শেখের (২৮) বিয়ের দিন ধার্য ছিল বৃহস্পতিবার।

বাল্যবিয়ে হচ্ছে এমন সংবাদে বিকেল ৫টার দিকে কলাডাঙ্গী গ্রামে হাজির হন ইউএনও পূরবী গোলদার। তখন বর ও বরযাত্রীরা খাওয়া-দাওয়া করছিলেন। এমন সময় বর শিপনকে আটক করেন ইউএনও। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। এদিকে কনের বাবার কাছ থেকে মুচলেকা নেয়া হয়।

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার বলেন, বাল্যবিয়ে প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ সালের ৭ এর ১ ধারায় ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় বর শিপনকে। এছাড়া মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না মর্মে মুচলেকা নেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়