শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ০৯:৫৫ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ০৯:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কমলগঞ্জে একরাতে ১২টি গাছ চুরি, গাড়িসহ উদ্ধার

সোহেল রানা, মৌলভীবাজার প্রতিনিধি : লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে একরাতে ১২টি গাছ কাটা হয়েছে। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের বাগমারার ক্যাম্প সংলগ্ন বাগড়াবাড়ি থেকে ৫ টি ও মুজিবের টিলা নামক স্থান থেকে ৭ টি গাছ সর্বমোট একরাতে ১২ গাছ কাটে গাছ চোররা।

বৃহস্পতিবার(২৩ জানুয়ারি) গভীর রাতে স্থানীয় সংঘবদ্ধ গাছ চোর চিকরাশি প্রজাতির ১২ টি গাছ কেটে ট্রাকে তোলার সময় বন বিভাগ খবর পেলে গাছের কিছু খন্ডাংশ রেখে ট্রাকটি পালানোর চেষ্টা করে, পিছনে ধাওয়া করে বনবিভাগের বিট কর্মকর্তা আনোয়ার হোসেন ও তার সহযোগীরা রাত ৩ ঘটিকায় শ্রীমঙ্গলের সাতগাঁও নামক স্থান থেকে গাছের খন্ডাংশসহ ট্রাকটি আটক করা হয়।

এ সময় চালক ও স্থানীয় গাছ চোররা পালিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকে আটক করতে পারেনি তবে, ট্রাকটি বর্তমানে শ্রীমঙ্গল বন বিভাগের বন্যপ্রাণী রেঞ্জ অফিসের তত্ত্বাবধানে রয়েছে বলে জানা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন পরিবেশবাদীরা বলেন বনবিভাগের কিছু অসাধু ব্যক্তিদের প্রশ্রয়েই স্থানীয় গাছ চোররা বন থেকে থেকে প্রতিনিয়তই গাছ কাটে।

তবে এবিষয়ে শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণের ভারপ্রাপ্ত রেঞ্জার মোনায়েম হোসেন বলেন,গভীর শীতের মধ্যে রাতের বেলা গাছ চোরেরা গাছ কেটে নিয়ের চেষ্টা করেছিলো।কিন্তু আমাদের সতর্কতার জন্য চুরেরা গাছ কেটে নিয়ে যেতে পারবেনি।আমরা গাড়িসহ কাটগুলো আটক করেছি। সম্পাদনা: রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়