শিরোনাম
◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ০৮:৪৩ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ০৮:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএএফ আন্ত-ইংরেজী মাধ্যম ফুটবল ফেস্ট শুরু

ইসমাঈল হুসাইন ইমু : বি এ এফ শাহীন ইংলিশ মিডিয়াম স্কুল (সেমস) আয়োজিত আন্ত-ইংরেজি মাধ্যম স্কুল ফুটবল ফেস্টিভেল-২০২০ শুক্রবার স্কুল মাঠে শুরু হয়েছে। ৩টি ধাপে (অনূর্ধ্ব-১৬ বালক, অনূর্ধ্ব-১৯ বালক ও বালিকা) ৬টি ট্রফির জন্য ঢাকা মহানগরীর ২০টি ইংরেজি মাধ্যম স্কুলের মোট ৩৭০ জন খেলোয়াড়ের অংশগ্রহণে প্রতিযোগিতা শুরু হয়।

উদ্বোধনী খেলাটি বি এ এফ সেমস এবং সানিডেল অনূর্ধ্ব-১৬ বালকদলের মধ্যে অনুষ্ঠিত হয়। শ্বাসরুদ্ধকর এই খেলায় বিএএফ সেমস্ দল সানিডেল দলকে ৩ - ০ গোলে পরাজিত করে। গোল ৩টি করেন বিজয়ী দলের হাম্মাম আবরার খান।

সকালে বি এ এফ সেমস্ এর পরিচালনা পর্ষদের সভাপতি এবং বি এ এফ ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মো. নজরুল ইসলাম বেলুন এবং ফেস্টুন উড্ডয়নের মাধ্যমে সেমস্ ফুটবল ফেস্ট ২০২০ এর উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ উদ্বোধনী খেলা উপভোগ করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে অংশগ্রহণকারী খেলোয়াড়দের জীবনের শেষ বেলা পর্যন্ত খেলাধুলা চালিয়ে যেতে পরামর্শ প্রদান করেন। তিনি আরো বলেন খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে তারা জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হবে।

স্বাগত বক্তৃতায় বি এ এফ সেমস্ এর অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন ফেরদৌস মান্নান অংশগ্রহণকারী সকল স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দকে তাদের সদয় উপস্থিতি ও সমর্থনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিএএফ সেমস্ এর বিভিন্ন অর্জনের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে বিমান বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তা, স্কুলের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও ছাত্র-ছাত্রী উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়