শিরোনাম
◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ০৫:১২ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ০৫:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অর্থ পাচারাকরাীদের বিরুদ্ধে টরন্টোয় আন্দোলনকারীদের নামে উকিল নোটিশের প্রতিবাদ

সালেহ বিপ্লব : বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা থেকে টাকা লুটপাট করে কানাডায় বসতি গড়ার বিরুদ্ধে আন্দোলনকারীদের নামে আইনি নোটিশ দিয়ে হয়রানি করার প্রতিবাদ জানিয়েছে রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

বৃহস্পতিবার সন্ধ্যায় পৃথক পৃথক সভায় তারা অবিলম্বে এই হয়রানিমূলক আইনি নোটিশের প্রতিবাদ জানান। ডেনফোর্থের টরন্টো ফিল্ম ফোরামের কার্যালয়ে সাংস্কৃতিক কর্মীদের সভা অনুষ্ঠিত হয়। রেড হট তন্দুরি রেস্তারায় পৃথক প্রতিবাদ সভার আয়োজন করে অন্টারিও আ্ওয়ামী লীগ।

প্রসঙ্গত, ঢাকার বিভিন্ন জাতীয় পত্রিকায় বাংলাদেশ থেকে টাকা লুট করে কানাডায় বসবাস করার সংবাদ প্রকাশিত হওয়ার পর টরন্টোয় বসবাসরত সর্বস্তরের বাঙালিরা এর বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। তারই এক পর্যায়ে আন্দোলনের অংশ গ্রহনকারীদের বিরুদ্ধে উকিল নোটিশ দেয় গাজী বেলায়তে হোসেন এবং তার স্ত্রী নাহিদ আখতার।

গাজী বেলায়েত হোসেন বেসিক ব্যাংকের ৩০০ কোটি টাকা আত্মসাৎ করে কানাডায় চলে এসেছেন মর্মে ঢাকার পত্রিকায় খবর বেরিয়েছে। দুর্নীতি দমন কমিশন তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিলো।
প্রতিবাদ সভায় বক্তারা উকিল নোটিশে ভীত না হতে কমিউনিটির সকল সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সম্মিলিতভাবেই এই আইনি লড়াই মোকাবেলা করা হবে।

লুটেরাদের বিরুদ্ধে গানে কবিতায় প্রতিবাদ আজ। লুটেরাদের বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় ডেনফোর্থ এবং মেইন ইন্টারসেকশন সংলগ্ন হোপ ইউনাইটেড চার্চ মিলনায়তনে লুটেরাদের বিরুদ্ধে ‘গানে, কবিতা প্রতিবাদ’ শীর্ষক সমাবেশ অনুষ্ঠিত হবে। কমিউনিটির সবাইকে এই প্রতিবাদ সভায় যোগ দিতে আয়োজকদের পক্ষে সাংস্কৃতিক সংগঠক আহমেদ হোসেন আহ্বান জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়