শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ০১:৪৪ রাত
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ০১:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাশ্মীর ইস্যুতে কোনও তৃতীয় ব্যক্তির মধ্যস্থতার দরকার নেই, ট্রাম্পকে জবাব ভারতের

রাশিদ রিয়াজ : ফেব্রুয়ারিতেই ভারত সফরে আসার কথা রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তার সফরের আগেই ফের একবার কাশ্মীর ইস্যু মাথা চাড়া দিয়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্প বলেন, আমরা কিছু সীমান্ত নিয়ে একসঙ্গে কাজ করছি। কাশ্মীর নিয়ে ও পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়েও আমাদের আলোচনা হয়েছে। যদি আমরা সাহায্য করতে পারি, তাহলে অবশ্যই সাহায্য করব। আমরা খুব খুব গুরুত্বের সঙ্গে বিষয়টির দিকে নজর রাখছি।’

যদিও মার্কিন প্রেসিডেন্টের এহেন দাবি খারিজ করেছে ভারত। ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে জানিয়ে দেয় কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা করার ক্ষেত্রে কোনও তৃতীয় ব্যক্তির প্রয়োজন নেই।

সুইজরল্যান্ডের দাভোসে আয়োজিত ওয়ার্ল্ড ইকনমিক সামিট চলছে। সেখানেই পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠক হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ওই বৈঠকে ইমরান কাশ্মীর ইস্যুতে ট্রাম্পের সাহায্য চান। ইমরান বলেন, পাকিস্তানের মাটিতে ভারত একটা বিরাট বিষয়। বিশেষ করে কাশ্মীর ইস্যুতে পাকিস্তান খুব চিন্তিত থাকে। আর এই ক্ষেত্রে সমস্যা সমাধানে আমেরিকা একটা বড় ভূমিকা পালন করতে পারে, যেটা আর কোনও দেশ পারবে না বলে মার্কিন প্রেসিডেন্টের কাছে আবেদন রাখেন ইমরান খান। এরপরেই মার্কিন প্রেসিডেন্ট ফের একবার কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার বার্তা দেন। যদিও সেই প্রস্তাব ফের একবার নাকচ করে দিয়েছে ভারত। কোলকাতা ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়