শিরোনাম
◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ০৫:৫৫ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ০৫:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাত্র ১৫ বছরের মধ্যে কার্বনহীন দেশ হবে ফিনল্যান্ড

মেহেরুবা শহীদ:  বৃহস্পতিবার সুইজারল্যান্ডের অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে আগত বিভিন্ন দেশের নেতাকর্মীদের সঙ্গে অংশ নেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা ম্যারিন। অনুষ্ঠানে তিনি বলেন, ফিনল্যান্ড নিজের দেশকে কার্বন নিরপেক্ষ দেশ হিসেবে তৈরি পদক্ষেপ নিয়েছে। আশা করছি ২০৩৫ সালের মধ্যে আমারা আমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে সক্ষম হব। বিবিসি ও ইয়েলি নিউজ

তিনি আরও বলেন, আর্কটিকের বরফ গলে যাওয়াকে যারা সুযোগ হিসেবে দেখছেব, নিশ্বন্দেহে তারা নিচু মানসিকতার। বরফ গলে যাওয়ায় ব্যবসায়িকভাবে স্বল্পমেয়াদি লাভবান হলেও এটা পরিবেশের জন্য দীর্ঘ মেয়াদি ক্ষতি সাধন করবে। তাই এ হুমকির হাত থেকে ভবিষ্যতের পৃথিবীকে বাঁচাতে এখনই স্থায়ী সমাধানে আসতে হবে। আর দেরি নয়, এখনই যুদ্ধে যেতে হবে। সত্যি কথা বলতে, জলবায়ু পরিবর্তন ঠেকাতে পারলে আমারা তৈরি করতে পারব নতুন-নতুন টেকনোলজি ও ব্যবসা। যা আমাদের জন্য তৈরি করবে নতুন কর্মসংস্থান।

কার্বনহীন দেশে পরিনত করার জন্য দেশটির স্থানীয় মানুষ, জেলে ও বিশেষজ্ঞরা একযোগে কাজ করার উদ্যোগ নিয়েছেন। সরকারের পক্ষ থেকে তাদেরকে সহযোগীতা করা হবে। এর মাধ্যমে দেশটিন শিল্প-কারখানা, শক্তি উৎপাদন কেন্দ্র, ব্যবসাসহ বিভিন্ন খাতে ব্যপক পরিবর্তন আসবে। এই স্বপ্নকে কি বাস্তবে রুপান্তর করতে পারবে ফিনল্যান্ড? এ প্রশ্নের উত্তর এখন সময় সাপেক্ষ। উত্তর মেরুর আর্কটিক মহাসাগরের পাশেই ফিনল্যান্ডের অবস্থান। গত কয়েক দশকে আর্কটিক সাগরের বরফ ধীরে ধীরে কেবল গলে যাচ্ছে। যা চমকে দিয়েছে বিজ্ঞানীদেরও। ভরা শীতেও আর্কটিক মহাসাগরের উপরের বরফের স্তর পাতলা থাকছে।সম্পাদনা : তন্নীমা আক্তার

  • সর্বশেষ
  • জনপ্রিয়