শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ১১:৫৩ দুপুর
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ১১:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ওঁকে ধর্ষকদের সঙ্গে চার দিন জেলে রাখা উচিত’, আইনজীবীকে তোপ কঙ্গনার

সাজিয়া আক্তার : নির্ভয়া মামালায় নিগৃহীতার বাবা-মাকে চার জন ধর্ষককে ক্ষমা করার আর্জি জানিয়ে তোপের মুখে পড়েছিলেন প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিংহ। এ বার ইন্দিরার বিরুদ্ধে একহাত নিলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। আনন্দবাজার

ইন্দিরার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে কঙ্গনা বলেন, “ওই মহিলাকে ওই সব ধর্ষকদের সঙ্গে চার দিন জেলে রেখে দেওয়া উচিত। কী রকম মহিলা উনি যে নাকি ধর্ষকদের প্রতি সমব্যথী? ওঁর মতো মহিলারাই রাক্ষসের জন্ম দেন। ”

এখানেই থামেননি কঙ্গনা। তাঁর বক্তব্য, “আমার মনে হয় না ধর্ষকদের এ ভাবে চুপচাপ মারা উচিত। এ ভাবে মেরে ফেলে কোনও ফায়দা নেই। ধর্ষকদের জনসমক্ষে প্রকাশ্যে রাস্তার ওপর ঝোলানো উচিত।”

শুক্রবার সনিয়া গাঁধীর স্বামীর ( রাজীব গাঁধী) খুনিকে ক্ষমা করে দেওয়ার প্রসঙ্গ তুলে ইন্দিরা টুইটারে নির্ভয়ার মাকে বলেছিলেন, ‘‘আমরা আপনার কষ্ট বুঝতে পারছি। আপনার সঙ্গেই রয়েছি। তবে সনিয়া গাঁধী যেমন রাজীব গাঁধীর আততায়ী নলিনীকে ক্ষমা করেছিলেন, সেই রকম নির্ভয়ার মায়েরও উচিত ধর্ষকদের ক্ষমা করে দেওয়া।’’

এর প্রেক্ষিতে আশা দেবী সংবাদমাধ্যমের সামনেই কান্নায় ভেঙে পড়ে বলেছিলেন, ‘‘কে ইন্দিরা জয়সিংহ? উনি আমাকে পরামর্শ দেওয়ার কে? গোটা দেশ যখন ধর্ষকদের ফাঁসি চাইছে, তখন বুঝতে পারছি, ওঁর (ইন্দিরা জয়সিংহ) মতো কয়েক জনের জন্যই ধর্ষিতারা এ দেশে যথাযথ বিচার পান না।’’

নির্ভয়ার মা এও জানান, টানা সাত বছর ধরে মামলা চলার সময় সুপ্রিম কোর্টে প্রবীণ অ্যাডভোকেট ইন্দিরা জয়সিংহের সঙ্গে তাঁর বেশ কয়েক বার দেখা হয়েছে। কিন্তু কী ভাবে দিন কাটাচ্ছেন তিনি, তা এক বারও জানতে চাননি ইন্দিরা।

তাঁর কথায়, ‘‘ধর্ষকদের পক্ষ নিয়েই ওঁদের (ইন্দিরা জয়সিংহ) রোজগার হয়। তাই ধর্ষণের ঘটনা ভারতে বন্ধ হয় না।’’ এ বার নির্ভয়ার মায়ের সুরেই ইন্দিরার বিরুদ্ধে তোপ দাগলেন কঙ্গনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়