শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ০৮:৪৫ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ০৮:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক ক্রিকেটার আজহারউদ্দিনের বিরুদ্ধে ২৫ লাখ টাকার প্রতারণা মামলা

স্পোর্টস ডেস্ক : ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে। বুধবার ঔরঙ্গাবাদে তার ও আরো দুজনের বিরুদ্ধে এটি করা হয়। ২৫ লাখ টাকা না মেটানোর অভিযোগ এনে তাদের বিরুদ্ধে মামলাটি করেছেন এক ট্রাভেল কোম্পানির মালিক।

মোহাম্মদ সাহাব নামে দানিস ট্রাভেল ট্যুর এজেন্সির মালিকের অভিযোগ, আজহারউদ্দিনের নামে একাধিক ফ্লাইট টিকিট বুক করা হয়। সব মিলিয়ে যার অর্থমূল্য প্রায় ২৫ লাখ টাকা। গেল বছর নভেম্বরে তার নাম করে এসব টিকিট কাটা হয়।

এ নিয়ে সাবেক অধিনায়কের ব্যক্তিগত সহকারীকে টাকা মিটিয়ে দেয়ার জন্য বারবার তাগিদ দেয়া হয়। তবে তাতে সাড়া দেননি তিনি। দীর্ঘদিন ধরে কোনো জবাব না পাওয়ায় অবশেষে ঔরঙ্গাবাদে থানায় মামলা করা হয়েছে।

এ ঘটনায় আজহারউদ্দিনের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। তিনি বলেন, আমার কাছে প্লেনের বুকিং নিয়ে এমন কোনো তথ্য ছিল না। আমার বিরুদ্ধে এ অভিযোগ ভিত্তিহীন। শুধু তাই নয়, এ ঘটনায় নিজের সুনাম ক্ষুণ্ণ হয়েছে বলে আইনি পদক্ষেপ নেয়ার হুমকি দিয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়া টুইটারে এক ভিডিওবার্তায় আজহার বলেন, লাইমলাইটে আসার জন্য এটি সাজানো নাটক। পুরোটাই ভিত্তিহীন অভিযোগ। অভিযোগকারীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির অভিযোগ করব। তথ্যসূত্র: ওয়ান ইন্ডিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়