শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ০৮:৩০ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ০৮:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যান্ড গঠনের ছয় বছর পর প্রথম গান আনছে ‘গ্রীন হার্টজ’

নিউজ ডেস্ক : ২০১৪ সালে ১২ জুলাই নাজির আহমেদ তার স্কুল জীবনের বন্ধুদের নিয়ে গঠন করেন অল্টারনেটিভ রক ব্যান্ড ‘গ্রীন হার্টজ’। সাহস, আত্মবিশ্বাস আর দৃঢ় মনোবল নিয়েই তারা ব্যান্ডটি গড়ে তোলেন। আর শ্রোতাদের সামনে নিজেদের দারুণভাবে মেলে ধরতে নিয়েছেন দীর্ঘ প্রস্তুতি ও পরিকল্পনা। সেটির প্রয়োগ ঘটালেন ব্যান্ড গঠনের ছয় বছর পর অর্থাৎ ২০২০ সালের ১৫ জানুয়ারি।বাংলা নিউজ ২৪

হ্যাঁ, ১৫ জানুয়ারি ‘গ্রীন হার্টজ’র প্রথম গান প্রকাশ পেয়েছে তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। গানের শিরোনাম ‘আঁধারের গল্প’। শাকিল আদনান’র কথায় গানটির সুরারোপ করেছেন আহম্মেদ আবির। সংগীতায়োজনে ‘গ্রীন হার্টজ’।

দীর্ঘ বিরতির পর প্রথম গান প্রকাশ প্রসঙ্গে ব্যান্ডটির ভোকাল আহম্মেদ আবির বলেন, আসলে ব্যান্ডটি ছাত্রাবস্থায় গড়েছি, সংগীতের প্রতি অদম্য ভালোবাসা থেকে। সেই সময়টাতে পরিবারের বাইরে ইচ্ছে করলেই অনেক কিছু করা যায় না। কারণ, অপরিণত বয়স বলে কথা। যে কারণে আমাদের প্রয়োজনীয় ইন্সট্রুমেন্ট কিনতে হয়েছে ধীরে ধীরে। এরপর নিজেদের গুছিয়েছে।

তিনি আরও বলেন, সংগীতই আমাদের ধ্যান-জ্ঞান। সামনে আরও বেশকিছু কাজ আসছে আমাদের। অন্যান্য ব্যান্ডের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলা রক গানের গৌরবকে গৌরবান্বিত করাই আমাদের লক্ষ্য।

ব্যান্ডদল ‘গ্রীন হার্টজ’র লাইনআপ: নাজির আহমেদ (কি-বোর্ড), সাইয়েদুল কবির হৃদয় (লিড গিটার), মেহেদি হাসান (ড্রামস ও ভোকাল), আহম্মেদ আবির (লিড ভোকাল ও গিটার), আকিবুল ইসলাম (বেজ) অনুলিখন : সানজীদা

  • সর্বশেষ
  • জনপ্রিয়