শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ০৭:২৭ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ০৭:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতিশোধ নিতে মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাষ্টি সারওয়ারের উপর হামলা : পিবিআই

সুজন কৈরী : অপমানের প্রতিশোধ নিতেই মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাষ্টি ডা. সারওয়ার আলীর উপর হামলা করেছে তার সাবেক চালক শেখ নাজমুল হামলা করেছে। বুধবার রাতে গাজীপুরের সালনা এলাকা থেকে তাকে আটকের পর জিজ্ঞাসাবাদে পিবিআই এ তথ্য জানতে পেরেছে। নাজমুল ছাড়াও রাজধানীর উত্তরা থেকে শেখ রনি ও মো. মনির হোসেন এবং বাগেরহাট থেকে মো. ফয়সাল কবিরকে গ্রেপ্তার করে পিবিআই।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার এসব তথ্য জানান।

তিনি জানান, ২০১৭ সালের জুন মাসে আসামি শেখ নাজমুল চালক হিসেবে ডা. সারওয়ারের বাড়িতে কাজ নেয়। সেখানে ৯/১০ মাস কাজ করার পর সে অনুভব করে গরিব মানুষ হিসেবে ডা. সারওয়ারের স্ত্রী ডা. মাহদুমা নার্গিসের কাছ থেকে প্রাপ্য সঠিক ব্যবহার পাচ্ছে না। তাই সে রাগ করে চাকরি ছেড়ে দেয়। নাজমুল হিন্দি সিনেমার একনিষ্ঠ ভক্ত হওয়ায় নিজেকে হিন্দি সিনেমার একজন প্রতিবাদী নায়ক হিসেবে সবসময় কল্পনা করতেন। সেই কল্পনার বশবর্তী হয়ে ডা. সারওয়ারের পরিবারকে শিক্ষা দিতেই তারা সেই বাসায় ডাকাতির পরিকল্পনা করে। তার সহযোগীদের মনে সাহস যোগাতে সিনেমার মতো কাল্পনিক অফিসের কথা সে জানায়। যেখানে তার সঙ্গে কাজ করে পুলিশ, সাংবাদিক, উকিল ও ডাক্তার। সে জানায়, পুলিশ তাকে অস্ত্র দিবে, সাংবাদিক ক্যামেরা, উকিল স্ট্যাম্প ও আহত হলে ডা. তাদেরকে চিকিৎসা দিবে।

এরপর ঘটনার দিন ৫ জানুয়ারি তারা ৭জন উত্তরার একটি হোটেলে মিটিং করে। এরপর রাত সাড়ে ১০টার দিকে ওই বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে হামলা করে।

পিবিআই প্রধান বলেন, এ ঘটনায় পিবিআই এখন পর্যন্ত ৫জনকে আটক করেছে। দুই আসামি এখনো পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়