শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ০৫:৫১ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ০৫:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোটের দিন বহিরাগত ঠেকাতে ঢাকার প্রবেশ পথে চৌকি বসানোর পরিকল্পনা

সাইদ রিপন : আসন্ন উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনের দিন রাজধানীতে ঢাকার আশেপাশের জেলা থেকে মানুষের সমাগম বাড়তে পারে এমন আশংকা করছে পুলিশ। সমাগম ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে পুলিশ।

বুধবার (২২ জানুয়ারি) বিকালে নির্বাচন ভবনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারাদের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন ( ইসি)। বৈঠকে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে আলোপ করে জানা গেছে ভোটের দিন রাজধানীমুখী হওয়া ঠেকাতে ঢাকার প্রবেশ পথে তল্লাশীর পরিকল্পনা আছে পুলিশের।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ঢাকার চারপাশের জেলার বাসিন্দারা যাতে ভোটের দিন রাজধানীতে প্রবেশ করতে না পারে সেজন্য প্রতিটি প্রবেশ পথে চৌকি বসানো হবে।। এছাড়া ভোটের দিন সীমিত আকারে প্রাইভেট কার চলার সিদ্ধান্ত থেকে সরে প্রস্তাব দেন।

পুলিশের পক্ষ থেকে বলা হয়, ভোটের দিন প্রাইভেটকার চালানোর অনুমতি দিলে শহরের বিপুল সংখ্যক গাড়ি রাস্তায় নামবে, এতে সেসব নিয়ন্ত্রণে ট্রাফিকের কাজ করতে হবে। আর ভোটের দিন প্রাইভেট কার চলতে দিলে কমিশনের অনুমোদনপ্রাপ্ত গাড়ি চলাচলে বিঘ্ন ঘটবে। পরে কমিশন প্রাইভাটকার ব্যবহারের বিষয়টি বাতিল করার সিদ্ধান্ত নেয়।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে তিন কমিশনার, ইসির সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, পুলিশের আইজি, বর্ডার গার্ড বাংলাদেশ, র‍্যাব, আনসার ও ভিডিপি, ডিজিএফআই ও এনএসআইয়ের মহাপরিচালক, বিভাগীয় কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ঢাকা রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক, ঢাকা জেলা প্রশাসক ও ঢাকার পুলিশ সুপার উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়