নূর মাজিদ : ২০১৯ সালে বাণিজ্যযুদ্ধের অনিশ্চিত আবহের মাঝেও ১৩ হাজার ৬৭০ কোটি ডলার সরাসরি বৈদেশিক বিনিয়োগ এসেছে চীনে। পূর্বের বছরের তুলনায় প্রবৃদ্ধি ছিলো ৫ দশমিক ৮ শতাংশ। গত মঙ্গলবার দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বিনিয়োগ বিষয়ক অবস্থান প্রকাশ করলে, এসব কথা জানা যায়। খবর : সিজিটিএন
গত বছরেও যুক্তরাষ্ট্রের পরেই বিদেশি পুঁজি প্রবাহের সর্বশেষ গন্তব্য হিসেবে দ্বিতীয় শীর্ষ অবস্থান ধরে রাখে চীন। এসময় দেশটিতে ৪০ হাজার নতুন বিদেশী কোম্পানি নিবন্ধন নেয়। চীনা সরকার একে তাদের বহিঃবিনিয়োগ সহযোগী নীতিমালার সাফল্য হিসেবেই দাবি করছে।
চীনা উপ-বাণিজ্যমন্ত্রী কিয়ান কেমিং বলেন, এটা (বিনিয়োগ প্রবাহ) চীনের উচ্চগতির (বিকাশ) পথচলাকেই প্রমাণ করে।
গত বছর চীনের সকল খাতের মাঝে বিদেশি পুঁজিতে সবচেয়ে সমৃদ্ধ হয়েছে উচ্চ-প্রজুক্তিখাতের শিল্পসমূহ। এই খাতে বছরওয়ারি হিসেবে (গতবছরের তুলনায়) মোট প্রবৃদ্ধি ছিলো ২৫ দশমিক ৬ শতাংশ বা ৩ হাজার ৮৬০ কোটি ডলার। এটি দেশটির প্রাপ্ত মোট বৈদেশিক লগ্নির ২৮ দশমিক ৩ শতাংশ।
চীনে নতুন পুঁজি সঞ্চালনে এগিয়ে ছিলো সিঙ্গাপুর, নেদারল্যান্ড এবং দক্ষিণ কোরিয়ার মতো উন্নত কিছু দেশ। চীনা উপমন্ত্রী জানান, এসব দেশ যথাক্রমে (বছরওয়ারি হিসেব) ৫১ দশমিক ১, ৪৩ দশমিক ১ এবং ২৭ দশমিক ১ শতাংশ বিনিয়োগ বাড়িয়েছে। বাণিজ্য উপমন্ত্রী আরো জানান, চীনের মুক্ত বাণিজ্য অঞ্চলগুলোই বিদেশি বিনিয়োগ আকর্ষণে শীর্ষে। দেশটির ১৮ মুক্ত শিল্পাঞ্চলে বর্তমানে ৬ হাজার ২৪২টি কোম্পানি তাদের ব্যবসা পরিচালনা করছে। তাদের সম্মিলিত চলতি মূলধন ১৪ হাজার ৩৬০ কোটি ইউয়ান।
জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা-আঙ্কটাডের হিসেবে, গতবছর ১ লাখ ৩৯ হাজার কোটি ডলার নিয়ে মোট বৈশ্বিক বিনিয়োগের মোট আকার প্রায় স্থির হয়ে পড়েছিলো। এমনকি সংরক্ষণবাদি বাণিজ্য নীতির প্রেক্ষিতে তা ২০১৮ সালের ১ লাখ ৪১ হাজার কোটি ডলারের তুলনায় ১ শতাংশ কমে।