শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ১২:০৪ দুপুর
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ১২:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের অভিশংসন, কয়েকজন রিপাবলিকান সিনেটরের কণ্ঠে বিদ্রোহের সুর

আসিফুজ্জামান পৃথিল : বিচারপ্রক্রিয়ার প্রথম দিনে অভিশংসন নীতিমালার উপর ১১টি সংশোধন প্রস্তাব এনেছিলেন ডেমোক্রেট সিনেটররা। দলীয় সিদ্ধান্তে রিপাবলিকানা সদস্যরা এর বিরুদ্ধে ছিলেন। তবে একজন সরাসরি ট্রাম্পের বিরুদ্ধে গিয়েছেন। সিএনএন
রিপাবলিকান সিনেটর সুসান কলিন্স নিজ দলের সিদ্ধান্তের পক্ষে গিয়েছেন। এই বিষয়ে তাকে প্রশ্ন করা হলেও তিনি তা এড়িয়ে যান। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, চুড়ান্ত ভোটে তিনি ট্রাম্পের বিপক্ষে যেতে পারেন।

সুসান একা নন, প্রভাবশালী সিনেটর মিট রমনিও ট্রাম্পের বিপক্ষে যেতে পারেন। সংশ্লিষ্ট এক পর্যবেক্ষক বলেছেন, রমনি গোপনে অন্য সিনেটরদের সঙ্গেও যোগাযোগ করছেন। তারা মনে করছেন এতে রমনির মনোনয়ন পাবার পথ খুলে যেতে পারে।
এর আগে দীর্ঘ ১৩ ঘণ্টা বিতর্কের পর সিনেট সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাককনেলের আনা নীতিমালা প্রস্তাব ৫৩-৪৭ ভোটে পাস হয়।
শুরুতেই ডেমোক্রেটরা এই নীতিমালা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের আইনজীবীদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন। অবশ্য আগেই স্পষ্ট ছিলো, রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ হাউজে এই প্রস্তাব পাস হবেই।

প্রস্তাব উত্থাপনের পর সিনেট সংখ্যালঘু দলের নেতা চাক শুমার ১১টি সংশোধনী প্রস্তাব আনেন। যার কোনওটিই গৃহীত হয়নি।
ডেমোক্রেটরা চেয়েছিলো, নতুন করে যুক্তরাষ্ট্রের সাবেক নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন আর হোয়াইট হাউজের চিফ অব স্টাফ মিক মুলভেনির মতো সাক্ষীদের উপস্থাপন করতে। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়