এনামুল হক: স্থানীয় নির্বাচনে জাল ভোট ঠেকাতে ফেশিয়াল রিকগনিশন সফটওয়ার ব্যবহার করবে ভারতের তেলেঙ্গানা প্রদেশের নির্বাচন কমিশন । আল জাজিরা
২৯ জানুয়ারি ভারতের তেলেঙ্গানা রাজ্যে অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে ভোট জালিয়াতি ঠেকাতে প্রথমবারের মতো ভোটাদের শনাক্তের জন্য আধুনিক প্রযুক্তি ফেশিয়াল রিকগনিশন সফটওয়ার ব্যবহার করবে তেলেঙ্গানা রাজ্যের নির্বাচন কমিশন। ভারতের তেলেঙ্গানা রাজ্যের নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট জালিয়াতির সমস্যা সমাধানে এবং ভোটারদের মধ্যে আগ্রহ বাড়াতে তেলেঙ্গানার বির্তকিত মেদচল মালকাজগিরি জেলার মোট ১০টি ভোটকেন্দ্রে এই ফেশিয়াল রিকগনিশন সফটওয়ার ব্যবহার করবে। নির্বাচন কমিশন আরো জানিয়েছে, ভোটার শনাক্তে এটাই দেশে প্রথম প্রযুক্তির ব্যবহার। আইন অনুযায়ী ভোটারদের ব্যক্তিগত তথ্য এতে সংরক্ষিত থাকবে, কিন্তু তাদের ছবির ইমেজ অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহারের জন্য রাখা হবে না।