শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ০১:৩৩ রাত
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ০১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এ্যাবের দাবি, প্রোগ্রামিং করে প্রার্থীদের নাম ও প্রতীক পরিবর্তন করা সম্ভব

শিমুল মাহমুদ: বুধবার বিকেলে রাজধানীর গুলশানে হোটেল লেকসোরে ইলেকট্রনিক ভোটিং মেশিন বিষয়ক এক সেমিনারে নির্বাচন কমিশনকে এ চ্যালেঞ্জের ছুড়ে দেয় অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়াস (এ্যাব)। সংগঠনটি আরো বলছে, প্রার্থীদের প্রতীক ক্রমিকনুসারে বিন্যাসিকরণে পরিবর্তন করে ভোটাকে বিভ্রান্ত করা সম্ভব।

সেমিনারে প্রশ্ন উত্তর পর্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানতে চান, সোর্স কোর্ড ডকুমেন্টেশনের মাধ্যমে প্রমাণ করা কি সম্ভব হবে, পছন্দের প্রার্থীকে বিজয়ী করা সম্ভব। আপনাদের যদি নির্বাচন কমিশনে একটা পারফরম্যান্স করতে বলা হলে আপনারা কি সেটা করতে রাজি আছেন? জবাবে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার ফয়সাল আলী জানান, আমরা রাজী আছি এবং আমরা নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করছি।

নির্বাচন কমিশন জানিয়েছেন, ইভিএম নিয়ে কারো কোনো সন্দেহ থাকলে উপস্থাপন করার সুযোগ রয়েছে। আপনারা কি সেটা করেছেন এমন প্রশ্নে ফয়সাল আলী বলেন, আমরা এর আগে একবার জানিয়েছিলাম এবার আমরা সোর্স কোর্ড ডকুমেন্টেশন চাইবো নির্বাচন কমিশনের কাছে এবং উনাদের সামনে প্রমাণ করে দেবো ইভিএমে কারচুপি সুযোগ রয়েছে।

ভোটার ভেরিফাইট পেইজের মাধ্যমে ইভিএম দোষ ত্রুটি মুক্ত করা সম্ভব কিনা? জবাবে ফয়সাল আলী জানান, এটা কোনোভাবেই পুরোপুরি সম্ভব নয়। তবে একজন ভোটার নিশ্চিত হতে পারবে তিনি তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন কিনা। পূনঃ নিরীক্ষণ সম্ভব কোন ভেরিফাইড পেপাল ট্রেইল এর ব্যবস্থা রাখা হয়নি, ফলে কোন সমস্যা বা সংক্ষেপে পুনরায় ভোট গণনা নিরক্ষীয় সম্ভব নয়।

অনুষ্ঠানে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্টের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। সম্পাদনা : শাহানুজ্জামান টিটু

  • সর্বশেষ
  • জনপ্রিয়