শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ১০:৪১ দুপুর
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ১০:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেষ হলো ১ম বিমসটেক ফিল্ম, মিডিয়া ও জার্নালিজম স্টাডিজ কনফারেন্স

মোহাম্মদ আবদুল্লাহ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) তিন দিনব্যাপী আন্তর্জাতিক ফার্স্ট বিমসটেক ফিল্ম, মিডিয়া অ্যান্ড জার্নালিজম স্টাডিজ কনফারেন্স-২০২০ এর উদ্বোধনের পর ২১ জানুয়ারি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশে কনফারেন্সের সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়।

রোববার (১৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে তিন দিনব্যাপী আন্তর্জাতিক এ সম্মেলনের উদ্বোধন করেন উপাচার্য ড. মো আখতারুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমসটেকের সেক্রেটারি জেনারেল রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. সাদেকা হালিম। বিভাগের চেয়ারম্যান হাবিবা রহমানের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্ট্রাল তামিলনাড়ু ইউনিভার্সিটির সাবেক উপাচার্য ড. বি.পি. সঞ্জয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘বঙ্গবন্ধু এবং বিশ্ববিদ্যালয়ের শততম জন্মবার্ষিকী সামনে রেখে প্রথমবারের মতো গণমাধ্যম এবং সিনেমার মতো গুরুত্বপূর্ণ বিষয়ের উপর এই কনফারেন্স আয়োজন নিঃসন্দেহে একটি চমৎকার উদ্যোগ।’

বিশেষ অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম বলেন, ‘এই কনফারেন্সটি একটি নিয়মিত বার্ষিক কনফারেন্সে পরিণত হবে এই আশাবাদ ব্যক্ত করি। এর মধ্য দিয়ে বিমসটেকের বিভিন্ন দেশের গবেষকরা তাদের নিজেদের মধ্যে জ্ঞান চর্চার একটি ক্ষেত্র তৈরি করতে পারবে।’ সম্পাদনা:জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়