শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ০৬:৪৭ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ০৬:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৌলভীবাজারে লাল হনুমানদের বাঁচাতে ছুটে এলো র‌্যাব

স্বপন দেব, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম লইয়ারকুল এলাকায় হঠাৎ সপ্তাহখানেক ধরে ১০-১২টি লাল হনুমানের দল এলাকা দাঁপিয়ে বেড়াচ্ছে। গ্রামবাসীর শাক সবজি ফলমূল খেয়ে ও নষ্ট কওে ফেলছে, আবার কখনো মানুষের ঘরে ঢুকে যাচ্ছে। ক্ষুব্ধ এলাকাবাসী তাই যে যেভাবে পারছে হনুমানদেরকে আক্রমণ করছে।
কেউ ঢিল ছুড়ছে কেউবা লাঠিসোটা নিয়ে তাড়া করে বেড়াচ্ছে। আপাতত জীবিত থাকলেও যেকোনো সময় মর্মান্তিক ঘটনা ঘটতে পারে। কারণ পাশেই রয়েছে হাই ভোল্টেজের বিদ্যুতের তার।

এ হনুমানের দলকে নিয়ে বিরক্ত মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম লইয়ারকুল এলাকাবাসী। সংবাদকর্মী ও পরিবেশবাদীদের মাধ্যমে খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় হনুমান রক্ষায় এগিয়ে যায় র‌্যাব অথচ ঘটনাস্থলে আসেনি বনবিভাগ।

জানা যায়, পশ্চিম লইয়ার কুল এলাকায় দেখা গেছে, গাছ-গাছালি ঘেরা এই গ্রামে ১০-১২টি হনুমান একগাছ থেকে অন্যগাছে লাফিয়ে বেড়াচ্ছে। গ্রামের একটি তেঁতুল গাছে বসে তেঁতুল খাচ্ছে। শিমগাছের শিম খাচ্ছে। গ্রামবাসী লাঠি, গুলতি ইত্যাদি নিয়ে বারবার তাদের তাড়া করছে।

খবর পেয়ে শ্রীমঙ্গল র‌্যাব ক্যাম্পের সদস্যরা এলাকাবাসী যেনো প্রাণীগুলোর ওপর কোনো ধরনের হামলা না করে বা তাদের বিরক্ত না করে সেজন্য এলাকার লোকজনকে বুঝিয়ে এসেছেন এবং বন্যপ্রাণী রক্ষায় সচেতনতামূলক কথা বলে এসেছে র‌্যাব।

স্থানীয় মসজিদের মাইক থেকে এলাবাসীকে এই হনুমান না মারতে প্রচারের পাশাপাশি স্থানীয় কয়েকজনকে দায়িত্ব দিয়েছেন বলে জানিয়ছেন র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কমান্ডার আনোয়ার হোসেন শামীম।

আশপাশে এই হনুমান না থাকলেও কীভাবে এসেছে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তবে শ্রীমঙ্গল রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা (প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণ) মোনায়েম হোসেন জানিয়েছেন, কোথাও থেকে এই প্রাণীগুলো কলা বা অন্যকোনো ফলের গাড়িতে করে চলে আসতে পারে। এখানে পুরো একটি পরিবার চলে আসছে। তারা আজ বিষয়টি জেনেছেন এই ব্যাপারে খোঁজ নিচ্ছেন।
গ্রামবাসী জানান, দিন-রাত এসব হনুমানের যন্ত্রণায় থাকা দায়। ‘আমার গাছের সব তেঁতুল খেয়ে নিয়েছে। যদি পাখি মারার বন্দুক পাই সব মেরে ফেলতাম’। র‌্যাব গেলে এখনও বনবিভাগের কেউ এখনও এলাকায় যায়নি।

শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, আমি এই এলাকায় গিয়ে দেখে এসেছি। এলাকাটিতে প্রচুর গাছ ও বাঁশ রয়েছে। এদের গায়ের রঙ সোনালী মুখ কালো এদেরকে লাল হনুমান বলা হয়। সম্পাদনা:জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়