শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ০৫:২৮ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ০৫:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাবনায় গরম তরকারি ঢেলে স্ত্রীর শরীর ঝলসে দিলো স্বামী

ডেস্ক নিউজ: মঙ্গলবার সকালে পাবনার সাঁথিয়ায় স্বামীর ছুড়ে দেয়া গরম তরকারিতে ঝলসে গেছে স্ত্রী মাছুরা খাতুনের (২৫) শরীর। তিনি এখন সাঁথিয়া হাসপাতালে চিকিৎসাধীন।

আহত গৃহবধূ সাঁথিয়া উপজেলার শিবরামবাড়ি কল্যাণপুর গ্রামের দিনমজুর সোনাই মোল্লার মেয়ে। এ ঘটনার কিছুদিন আগেও স্বামী রতন আলী ওই গৃহবধূকে নির্যাতন করে একটি চোখ নষ্ট করে দেন।

সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মাছুরা খাতুন মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের জানান, ৫ বছর আগে সাঁথিয়া উপজেলার কাশীনাথপুর ইউনিয়নের কলাগাছী গ্রামের রতন আলীর সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তার স্বামী ও স্বামীর পরিবারের লোকজন তাকে নির্যাতন করে আসছেন।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে মাছুরা তরকারি রান্না করে ঘরে নিয়ে আসছিলেন। এ সময় রান্না করা তরকারি নিয়ে শাশুড়ি দুলি বেগমের সঙ্গে তার ঝগড়া হয়। তখন ঘটনাস্থলে উপস্থিত স্বামী রতন আলী মাছুরার হাতে থাকা তরকারির কড়াইয়ে লাথি দেন। এতে গরম তরকারিতে মাছুরার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।

মাছুরার স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দগ্ধ মাছুরা জানান, তার স্বামী কিছুদিন আগে তাকে বেধড়ক মারপিট করে। এতে তার একটি চোখ নষ্ট হয়ে যায়।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, মেয়েটির বাবা সোনাই মোল্লা বাদী হয়ে স্বামী রতন আলী, শ্বাশুড়ি ও দুই দেবরের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছেন। তদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। সম্পাদনা:জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়