শিরোনাম
◈ বাংলাদেশে বিনিয়োগ করতে ইতালির ব্যবসায়ীদের প্রতি  প্রধানমন্ত্রীর আহ্বান ◈ সাবেক মন্ত্রীর চার ছেলের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা ◈ ১৩০ জনের মনোনয়ন প্রত্যাহার ◈ এসএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু সোমবার ◈ প্রবীণ রাজনীতিবিদ হায়দার আকবর খান রনোর দাফন সোমবার ◈ লু’র সফরে আগ্রহ নেই বিএনপির, বৈঠকও হবে না ◈ ভারতে মুসলিমদের সংখ্যাবৃদ্ধি নিয়ে মোদী সরকারের বিতর্কিত প্রতিবেদন ◈ আওয়ামী সন্ত্রাসীদের মাধ্যমে নয়াপল্টনে ককটেল বিস্ফোরণের নাটক সাজানো হয়েছে: রিজভী ◈ সরকারি চাকুরির বয়সসীমা ৩৫ চেয়ে আন্দোলনে গ্রেপ্তার ১২ শিক্ষার্থীর জামিন ◈ স্মার্ট হলো হজযাত্রীদের প্রাক-নিবন্ধন রিফান্ড প্রক্রিয়া

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ০৩:৫৯ রাত
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ০৩:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডাভোস সম্মেলনে ট্রাম্প-গ্রেটা একে অপরের সমালোচনা, ‘বিপর্যয় ঘনিয়ে আসার’ চিন্তা বাদ দিয়ে অর্থনৈতিক সফলতার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

শাহনাজ বেগম : সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন অর্থনীতির সাফল্যের প্রতি আহ্বান জানিয়ে বিশ^ নেতাদের সামনে জলবায়ু অন্দোলন কর্মী গ্রেটা থানবার্গের জলবায়ু পরিবর্তন নিয়ে নেতিবাচক মনোভাব পরিহার করার আহ্বান জানান। এ সম্মেলনে আলোচ্যসূচির শীর্ষে স্থান পেয়েছে পরিবেশ ধ্বংসের বিষয়টি। আর সে প্রসঙ্গেই কথা বলতে গিয়ে ট্রাম্প জলবায়ুকর্মীদের ‘নৈরাশ্যবাদী’ আখ্যা দিয়ে বলেন, এটি নেতিবাচক নয় ইতিবাচক চিন্তার সময়। তবে তিনি সরাসরি গ্রেটার নাম উল্লেখ করেননি। মঙ্গলবার একে অপরকে খোঁচা দিয়ে কথা দুইজনই সম্মেলনে বক্তব্য রেখেছেন। রয়টার্স

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আগামী দিনের সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে হলে আমাদেরকে জলবায়ু নিয়ে যারা সবসময় ‘অশুভ কিছু ঘটছে’ এমন চিন্তা যারা করে তাদের প্রত্যাখ্যান করতে হবে। অপরদিকে জলবায়ুকর্মীদেরকে ‘নেতিবাচক’ বলে সমালোচনা করা আর কাজের কাজ কিছুই না করে বসে থাকা কোনো সমাধান নয় উল্লেখ করে গ্রেটা বিশ্ব নেতাদেরকে তরুণদের কথা শোনার আহ্বান জানান। আগের মত আবারও গ্রেটা বলেন, আমাদের বাড়ি এখনো পুড়ছে। আপনারা হাত পা গুটিয়ে বসে থাকার কারণে আগুনের শিখা আরো বাড়ছে।

গতবছর সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে মুখোমুখি হয়েছিলেন ট্রাম্প এবং গ্রেটা। আধা ঘন্টা বক্তব্যে ট্রাম্প তার কাছে পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। জলবায়ু সংকটের ক্ষেত্রে ট্রাম্প তার দৃষ্টিকোণ নিয়ে বাড়তে থাকা সমালোচনা সামাল দেয়ার চেষ্টায় আগামী ১০ বছরে ১ ট্রিলিয়ন গাছ লাগানোর একটি পরিকল্পনায় সমর্থন ব্যক্ত করেছেন। অর্থনৈতিক অর্জনের খতিয়ান তুলে ধরে বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে দেশীয়ভাবে ১৯ ট্রিলিয়ন ডলারের সম্পদ যোগ হয়েছে। সম্পাদনা : রাশিদুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়