শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ০৫:২০ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ০৫:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ই-পাসপোর্ট ও ই-গেইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

লাইজুল ইসলাম : বুধবার (২২ জানুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অধিকতর নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত লেকট্রনিকস পাসপোর্ট (ই-পাসপোর্ট) ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে বেশ কয়েকবার উদ্বোধনের দিন তারিখ ঠিক হলেও শেষ পর্যন্ত সেখান থেকে সরে আসে পাসপোর্ট অধিদপ্তর। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয়েছে ই-পাসপোর্ট উদ্বোধনী অনুষ্ঠান।

দেশের প্রথম পাসপোর্ট পাবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ চৌধুরি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানির আগারগাঁও, উত্তরা ও যাত্রাবাড়ি থেকে আনুষ্ঠানিকভাবে দেয়া শুরু হবে ই-পাসপোর্ট।

এ বিষয়ে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ বলেন, দীর্ঘ দিনের অপেক্ষার অবসান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তার হাত দিয়েই বাংলাদেশ আরো একটি নতুন দিগন্তে পা দিতে যাচ্ছে।

প্রথম দিকে শুধু ঢাকার ৩টি স্থান থেকে দেয়া হবে ই-পাসপোর্ট। এরপর ঢাকার বাইরে ধীরে ধীরে পৌছে দেয়া হবে ই-পাসপোর্টের কার্যক্রম। প্রযুক্তিগত কার্যক্রম ও যন্ত্রাংশ স্থাপন করতে কিছুটা সময় লাগবে। জুন মাসেই দেশের সর্বত্র পাওয়া যাবে ই-পাসপোর্ট। আর বাংলাদেশের বাইরের ৮০টি মিশনে পাওয়া যাবে চলতি বছরের শেষের দিকে।

মহাপরিচালক বলেন, দুটি বই করা যাবে। যে যেটা নিবেন, সেভাবে আবেদন করবেন । তবে এখনই মেশিন রিডেবেল পাসপোর্ট তুলে ফেলা হবে না। আগামী পাঁচ বছর এটি থাকবে। এর মধ্যে ধীরে ধীরে ই-পাসপোর্ট সবার হাতে পৌছে দেয়া হবে।

গ্রাহকরা আগামীকাল থেকে ই-পাসপোর্টে জন্য অনলাইনে আবেদন করতে পারবে। একই সঙ্গে এমআরপি পাসপোর্টও ব্যবহার করতে পারবে। ই-পাসপোর্ট ধারীদের জন্য দেশের ৩টি আন্তর্জাতিক বিমানবন্দর এবং বেনাপোল ও বাংলাবান্ধা স্থলবন্দরে বসবে ৫০টি ই-গেট। ইতোমধ্যেই  শাহজালালের ২৬টির গেটের ৬টি গেট বসেছে কিন্তু সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দর এবং স্থলবন্দরে ই-পাসপোর্টের গেট স্থাপন করা হয়নি। ধীরে ধীরে এগুলোও সবানো হবে।

ই-পাসপোর্টে থাকছে পালিমারের তৈরি কার্ড ও একটি চিপ। এতে গ্রাহকের দশ আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশসহ গুরুত্বপূর্ণ সব তথ্য থাকবে। আর এই পাসপোর্ট পেতে সর্বনিম্ন ২ দিন এবং সর্বোচ্চ ২১ দিন সময় লাগবে। ৪৮ ও ৬৪ পৃষ্ঠারের এই ই-পাসপোর্ট পাওয়া যাবে ৫ ও ১০ বছর মেয়াদের জন্য।
এছাড়া, ১০ দিনের মধ্যে ই-পাসপোর্ট পাওয়ার সুযোগ আছে। একজন গ্রাহক ই-পাসপোর্ট নিতে যতো বাড়তি সুযোগ-সুবিধা নেবেন ঠিক ততো বেশি ফিও দিতে হবে। তবে প্রবাসী শ্রমিক ও শিক্ষার্থীদের জন্য এর ফি কিছুটা কম থাকবে।

প্রসঙ্গত, এরই মধ্যে জার্মানি থেকে ২০ লাখ বই উত্তরার দিয়াবাড়ীতে পাসপোর্ট পারসোনালাইজেশন কমপ্লেক্সে এসেছে। নতুন আরো ২ কোটি ৮০ লাখ বই দেশে আসবে। আর ই-পাসপোর্টের তথ্য পৃথিবীর অন্যান্য দেশের ডেটা বেইসেও থাকবে। এ কারণে খুব অল্প সময়েই ইমিগ্রেশন পার হতে পারবেন গ্রাহকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়