শিরোনাম
◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ১২:১১ দুপুর
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ১২:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রঙিন রূপবানের জনপ্রিয়তা বাড়ছে

সালেহ্ বিপ্লব : প্রায় ১৫ বছর ধরে এই জাতের শিমের আবাদ করে ভালো ফলন পেয়ে আসছেন মেহেরপুরের কৃষকরা। বাজার দাম ভালো পাওয়ায় লাভবানও হচ্ছেন তারা। জেলার চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য এলাকায় সরবরাহ হয় রঙিন রূপবান। বাসস

এই শিমের গাছ ও পাতা সবুজ, ফুল ও ফল রঙিন। জেলার মাঠে মাঠে এ রূপবান রঙিন শিমের আবাদ বেড়েই চলেছে। মেহেরপুরের আমঝুপি গ্রামের মাঠে দেখা গেলো ছোট-বড় মেঠোপথ ও বাড়ির আঙিনায় লাগানো হয়েছে রঙিন শিম।

শিমচাষী মোনাজাত আলী জানান দেশী শিমের চেয়ে রূপবান জাতের শিমের ফলন বেশী এবং বাজারে এর চাহিদাও ব্যাপক।

আরেক শিমচাষী আকতার আলী জানান, একবিঘা জমিতে শিম চাষ করতে ৯ হাজার টাকা খরচ হয়েছে। এরই মধ্যে ১০ হাজার টাকার শিম বিক্রি করেছেন তিনি। রোগ-বালাই দেখা না দিলে আরও ৫০ থেকে ৬০ হাজার টাকার শিম বিক্রি করতে পারবেন বলে তিনি আশাবাদী।

মুজিবনগর উপজেলার কেদারগঞ্জের সিরাজুল ইসলাম জানান, সবুজ শিমের চেয়ে প্রতি কেজিতে এক দুই টাকা বেশী দামে এ শিম বিক্রি করা যায়।

মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. মো. আক্তারুজ্জামান জানান, এ রঙিন শিম সাধারণ শিমের চাষের পদ্ধতিতে চাষ হয়। বর্তমানে মেহেরপুর জেলায় প্রায় ২ হাজার বিঘা জমিতে রঙিন রূপবান জাতের শিমচাষ হচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়