শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ০৯:২৬ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ০৯:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে স্কুলছাত্রীকে গলাটিপে হত্যা, প্রেমিকসহ আটক ৫

মোহাম্মদ সোহেল, নোয়াখালী : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের একটি বাগান থেকে দশম শ্রেণির তানজিনা আক্তার রিয়া (১৬) নামের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ছাত্রীর ২ বান্ধবী, সাবেক প্রেমিকসহ ৫জনকে আটক করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার রশিদপুর গ্রামের বেগমের পরিত্যাক্ত বাগান বাড়ি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত ওই ছাত্রী রশিদপুর গ্রামের আবদুল গফুরের মেয়ে ও স্থানীয় বজরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।

নিহত তানজিনা আক্তার রিয়ার বাবা আবদুল গফুর ও মামা মো. মিরন বলেন, সোমবার সকালে তানজিনা স্কুলে যায়। কিন্তু বিকেল হয়ে গেলেও স্কুল থেকে বাড়ি ফেরেনি। পরে সন্ধ্যার দিকে বাড়ি থেকে ৩-৪’শ গজ দূরের একটি বাগানের ভেতর তার লাশ দেখে এক শিশু চিৎকার দেয়। পরে পরিবারের লোকজনসহ প্রতিবেশীরা সেখানে গিয়ে মাটিতে রিয়ার লাশ পড়ে থাকতে দেখে এবং তার গলায় দাগ দেখতে পায়। নিহতের স্বজনদের অভিযোগ রিয়াকে গলাটিপে হত্যা করা হয়েছে।

সোনাইমুড়ি থানার এসআই রেজাউল করিম জানান, নিহত তানজিনা আক্তার রিয়ার সাথে কয়েকটি ছেলের প্রেমের পত্র ও দুটি ডাইরি উদ্ধার করা হয়েছে। এটা অপরিনত প্রেমের জিজ্ঞাসা হতে পারে। এ ব্যাপারে ভিকটিম রিয়ার সাবেক প্রেমিক হাবিব, বর্তমান প্রেমিক রাকিব, হাসান, হাবিবের বোন সুরাইয়া ও রিয়ার বান্ধবী ফেন্সীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান শেখ জানান, হাবিবের বোন সুরাইয়ার নিকট থেকে পুলিশ অনেক তথ্য পাচ্ছে। তিনি জানান, সুরত হাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে ঘটনা পরিষ্কার হবে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ খলিল উল্লা জানান, ময়না তদন্তের সময় ভিকটিমের ভেজাইনা স্যুপ সংগ্রহ করা হয়েছে। তা মেডিকেল কলেজে টেস্টের জন্য পাঠানো হবে। সম্পাদনা : তন্নীমা আক্তার

  • সর্বশেষ
  • জনপ্রিয়