শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ০৮:৪১ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ০৮:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে বৈষম্য নজিরবিহীন, বলেছেন নোয়াম চমস্কি

সারওয়ার চৌধুরী, ফেসবুক থেকে : আমেরিকার বিবেক তিনি, নোয়াম চমস্কি। বর্তমান বিশ্বের শীর্ষ স্থানীয় পাবলিক বুদ্ধিজীবিও গণ্য তিনি। আমেরিকার বর্তমান ও ভবিষ্যত নিয়ে তিনি শংকিত।

আমেরিকার অনেক ফ্রন্টে ধ্বস—অবকাঠামো ভেঙে পড়ছে, ধনী গরীবের মধ্যে বিশাল ব্যবধান, সীমিত মজুরি, উচ্চ শিশু মৃত্যুর হার, বিশ্বের সর্বোচ্চ কারারোধের হার। আর উন্নত বিশ্বের একমাত্র দেশ আমেরিকা, যেখানে একটি সার্বজনীন স্বাস্থ্যসেবা ব্যবস্থা নাই।

মার্কিন অর্থনীতির প্রকৃতি এবং তার অকার্যকর রাজনৈতিক ব্যবস্থা আগের তুলনায় বেশি খারাপ হয়েছে।

 

গ্লোবালপলিসিজার্নাল-এর সাথে সাক্ষাতকারে চমস্কি বলছিলেন—

''সেই যে পুরোনো প্রবাদ, বেশি বড় হলে ফেটে যায়, এটা মাথায় রাখুন। আমেরিকায় সত্যিকারের পুঁজিবাদী অর্থনীতি নাই। সত্যিকারের পুঁজিবাদী অর্থনীতি থাকলে, যে সকল পুঁজিপতিরা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করেছেন এবং ব্যর্থ হয়েছেন, তাদের নিশ্চিহ্ন করা হতো। এখানে ধনীরা পুঁজিবাদ চায় না। চায় তারা ব্যর্থ হলে ট্যাক্সপেয়ারস হোক বলির পাঠা। আইএমএফ কয়েক বছর আগে বড় মার্কিন ব্যাংকগুলির লাভের বিষয়ে একটি আকর্ষণীয় গবেষণা করেছিল। এতে দেখা গেছে করদাতারাই বেইলআউট করে। 'ব্লুমবার্গ বিজনেস উইক' দেখিয়েছে, প্রতি বছর $ ৮০ বিলিয়ন ডলারের বেশি করদাতাদের ভর্তুকি।"

চমস্কি বলেন, "যুক্তরাষ্ট্রে বৈষম্য নজিরবিহীন। আমেরিকার ইতিহাসে এতো বাজে বৈষম্য ছিল না অতীতে। মোট জনসংখ্যার ছোট একটা অংশের কাছে সম্পদ কুক্ষিগত। এ রকম অবস্থা চলতে থাকলে আমেরিকায় প্রাণবন্ত সমাজ আনার স্বপ্ন বাস্তবায়ন হবে না।"

নোয়াম চমস্কির মতে, "আমেরিকায় গণতন্ত্র নাই। আছে প্লুটোক্রেসি। মানে জনগণ নগন্য সংখ্যক ধনী লোকের ইচ্ছার কাছে জিম্মি। বিশ্বের অন্য ধনী দেশের তুলনায় আমেরিকায় সামাজিক সজীবতার(Social mobility) মান নীচে। আমেরিকার সরকার জনগণের মতামতকে অধিকাংশ ক্ষেত্রেই গুরুত্ব দিতে চায় না, করপোরেট গোষ্ঠীর স্বার্থে কাজ করে।"

চমস্কি পরিস্কার দেখান, "আমেরিকার সাত জন জাতির পিতার অন্যতম জেমস মেডিসন, যিনি চতুর্থ প্রেসিডেন্ট ছিলেন, তিনি চেয়েছিলেন সংখ্যাগরিষ্ঠের বিরুদ্ধে ধনী সংখ্যালঘুদের রক্ষা করতে। আপনি যখন সাংবিধানিক কনভেনশনের বিতর্কগুলি পড়েন তখন এটি স্পষ্ট দেখবেন। প্রত্যেকে যদি অবাধে ভোট দিতে পারে, তিনি বলেছিলেন, বেশিরভাগ দরিদ্র লোক একত্রিত হয়ে ধনী লোকদের সম্পত্তি হরণ করবে। তাই গণতন্ত্র রোধে সাংবিধানিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।"

বিশ্বের প্রভাবশালী বুদ্ধিজীবি নোয়াম চমস্কির মতে, প্রেসিডেন্ট "Trump is a complete disaster. তার পলিসিগুলো খাপছাড়া—অসংলগ্ন"।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়