শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ০৮:২৬ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ০৮:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যেকোনো হুমকির জবাব দিতে আমরা প্রস্তুত: ইরানের প্রতিরক্ষামন্ত্রী

ইয়াসিন আরাফাত : ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেন, আমাদের অভ্যন্তরীণ শক্তি ও সামর্থ্যের ওপর ভর করেই আমরা শত্রুর যেকোনো হুমকির জবাব দিতে আমরা প্রস্তুত রয়েছি। পার্সটুডে

গত শুক্রবার জুমার নামাজে দেয়া খুতবায় 'শক্তিমান হও শক্তিমান থাকো' ইরানের সর্বোচ্চ নেতার এমন বক্তব্যের কথা উল্লেখ করে হাতামি বলেছেন, প্রতিরক্ষা শক্তি সব ক্ষেত্রে আত্মবিশ্বাস এনে দেয় অর্থাৎ সব ক্ষেত্রে উন্নয়ন ও অগ্রগতির পথকে সুগম করে।

ইরানে ইসলামি বিপ্লব বিজয়ের পর থেকে আমেরিকা সব ক্ষেত্রে বিশেষ করে প্রতিরক্ষা ক্ষেত্রে উন্নয়ন থামিয়ে দেয়ার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে এসেছে। বিপ্লব বিজয়ের প্রথম থেকেই ইরানের ইসলামি সরকার ব্যবস্থাকে উৎখাত করার জন্য এমন কোনো অপকর্ম নেই যা আমেরিকা করেনি। এ ব্যাপারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, গত ৪০ বছরে ইরানের সরকার ব্যবস্থাকে উৎখাতের ষড়যন্ত্র থেকে আমেরিকা এক মুহূর্তের জন্যও বিরত থাকেনি।

তিনি সোমবার সংসদ অধিবেশনে দেয়া ভাষণে বলেছেন, আমেরিকার একজন পদস্থ কর্মকর্তা আমাকে জানিয়েছিলেন, ইরানের সরকার ব্যবস্থা উৎখাতের ব্যাপারে আমি ও প্রেসিডেন্ট বুশ একমত ছিলাম কিন্তু আমি জানি এটা বাস্তবায়ন সম্ভব নয় কিন্তু বুশ মনে করতেন ইরান সরকারকে উৎখাত করা সম্ভব।

 

যদিও ইরানের নীতি হচ্ছে আত্মরক্ষামূলক এবং এ অঞ্চলে যেকোনো উত্তেজনা সৃষ্টির বিরোধী কিন্তু শত্রুরা আগ্রাসনের ধৃষ্টতা দেখালে ইরানও উপযুক্ত জবাব দিতে কুণ্ঠাবোধ করবে না। ইরানের সশস্ত্র বাহিনী অত্যন্ত সাহসিকতার সাথে শত্রুকে মোকাবেলা করবে এবং নিজ দেশের জনগণ, ভূখণ্ড ও ইসলামি আদর্শ রক্ষায় সব রকম ব্যবস্থা নেবে। সম্পাদনা : মাজহারুল ইসলাম

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়