শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ০৮:০০ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই ফাঁক চাঁদ ও নীল আর্মস্ট্রংয়ের মুসলমান হওয়া!

 

জাকির তালুকদার : শুধু ওয়াজকারীরা বললে তেমন কোনো প্রভাব পড়তো না। তাদের কথায় হাজার হাজার শ্রোতা হাত তুলে সমর্থন জানিয়ে নিজ নিজ বাড়িতে ফিরে যায়। তারপর শতকরা ৯৯ জন ভুলে যায় ওয়াজের কথা। কারণ তাদের প্রতিদিনের জীবনযুদ্ধে জড়িত থাকতে হয়। বিপদের জায়গা হচ্ছে তথাকথিত শিক্ষিত, দেশচালক লোকদের ‘মিনি ওয়াজ’। তাদের মধ্যে সচিব, জেনারেল, ব্যারিস্টার, বিচারপতি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও আছেন। তারা বিশ্বাস করেন যে নীল আর্মস্ট্রং চাঁদে গিয়ে চাঁদকে দুই টুকরা থেকে ফের আবার জোড়া দেওয়ার চিহ্ন দেখতে পেয়েছেন। আমাদের নবীজী শাহাদাত আঙুলের ইশারায় চাঁদকে দ্বিখ-িত করেছিলেন এবং আবার জোড়া লাগিয়ে দিয়েছিলেন।

আর্মস্ট্রং তা নিজ চোখে দেখতে পেয়ে পৃথিবীতে ফিরে এসে প্রথমেই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। জীবনের সর্বশেষ সাক্ষাৎকারে এই বিষয়ে কথা বলেছিলেন চন্দ্রচারী আর্মস্ট্রং। বলেছিলেন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি। উক্ত হাদিসের কথা তিনি কোনোদিন জানতেন না। চাঁদে অমন কিছু তিনি দেখতে পাননি। দেখতে পাওয়া সম্ভবও নয়। চাঁদ তো হাতে তুলে ঘুরিয়ে-ফিরিয়ে দেখার মতো কোনো গোলক নয়। পৃথিবীর চাইতে ছোট হলেও চাঁদ যথেষ্টই বিশাল এবং আর্মস্ট্রং চন্দ্রপৃষ্ঠে বড়জোর আধা কিলোমিটার জায়গাতে পদচারণা করেছিলেন। অন্য অনেক নভোচারী চাঁদকে কাছ থেকে প্রদক্ষিণ করেছেন শত শতবার। কিন্তু কেউ বলেননি যে চাঁদে তারা এমন কোনো চিহ্ন দেখতে পেয়েছেন। কিন্তু শিক্ষিত অন্ধ মহাত্মাদের এসব কথা বললে তারা গম্ভীর মুখে বলেন যে তারা এ সব বিষয়ে তর্ক করতে করতে রাজি নন। দেশচালকদের যখন এই অবস্থা, তখন জনগণকে তারা কোথায় নিয়ে যাবেন তা আন্দাজ করা কী কঠিন? ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়