শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ০৭:৩২ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ০৭:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এরদোগানের নামে যমজ ৩ সন্তানের নাম রাখল বাংলাদেশি দম্পত্তি

যুগান্তর : তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিব এরদোগানের নামে সদ্য ভূমিষ্ট হওয়া জমজ তিন নবজাতকের নাম রাখল বাংলাদেশি দম্পতি।

প্রথম ভূমিষ্ট হওয়া শিশুর নাম ‘রজব’, দ্বিতীয় জনের নাম ‘তাইয়্যিব’ ও শেষ জনের নাম ‘এরদোগান’ রাখা হয়েছে।

মঙ্গলবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু জানিয়েছে, তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের প্রতি ভালবাসার দৃষ্টান্ত দেখিয়ে নিজেদের সদ্যভূমিষ্ট তিন ছেলের এ নাম রেখেছে ওই বাংলাদেশি দম্পতি।

সংবাদমাধ্যমটি আরো জানায় , মঙ্গলবার জমজ তিন ভাই বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রনালয়ের সহযোগিতায় ও তুরস্কের দুর্যোগ ও জরুরী ব্যবস্থাপনা বিভাগের অর্থায়নে প্রতিষ্ঠিত একটি হাসপাতালে জন্মগ্রহণ করে।

উল্লেখ্য, এর আগে তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের প্রতি ভালোবাসা ও সম্মান দেখিয়ে নিজেদের তিন যমজের নাম রেখেছিল সিরিয়ার এক দম্পতি। ২০১৭ সালে তিন যমজ নবজাতকের নাম রাখা হয়ে যথাক্রমে ‘রজব’, ‘তাইয়িব’ ও আমেনা। দুই ছেলে শিশুর নাম প্রেসিডেন্ট এরদোগানের নামের সঙ্গে এবং এক মেয়ে শিশুর নাম প্রেসিডেন্টের স্ত্রী আমেনা এরদোগানের নামে রাখা হয়।

প্রসঙ্গত বাংলাদেশের জনগণের মাঝে তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের জনপ্রিয়তা উল্লেখ করার মতো। আনাদুলুর দাবি, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরনার্থীদের সহযোগিতায় তুরস্কের গুরুত্বপূর্ণ অবদানের পর থেকে এরদোগানের প্রতি দেশটির মানুষদের ভালবাসা ও কৃতজ্ঞতা বৃদ্ধি পায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়